এর আগে দীপিকা বলেছিলেন, রণবীরের সঙ্গে লকডাউন কাটানো সব থেকে সোজা। দিনে ২০ ঘণ্টার মত রণবীর ঘুমোয়, এই সময়টা আমি যা ইচ্ছে তাই করি। যে ঘণ্টাচারেক জেগে থাকে, তখন আমরা সিনেমা দেখি, খাওয়াদাওয়া, এক্সারসাইজ করি। ও ভীষণ মজার মানুষ। কোনও চাহিদা নেই, ঝামেলা নেই, ভীষণ সহজ। এই দম্পতিকে শিগগিরই দেখা যাবে ৮৩ ছবিতে। ঘুমোচ্ছেন রণবীর, দীপিকা কপালে সেঁটে দিলেন পরিচয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2020 09:39 AM (IST)
এর আগে দীপিকা বলেছিলেন, রণবীরের সঙ্গে লকডাউন কাটানো সব থেকে সোজা। দিনে ২০ ঘণ্টার মত রণবীর ঘুমোয়, এই সময়টা আমি যা ইচ্ছে তাই করি।
মুম্বই: লকডাউনে বাড়িতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। দক্ষিণ মুম্বইতে নিজেদের বাড়িতে রয়েছেন তাঁরা, সোশ্যাল মিডিয়ায় টুকটাক ছবি দিয়ে জানাচ্ছেন, কীভাবে জীবন চলছে। এবার দীপিকা রণবীরের একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে, তিনি ঘুমন্ত। আর কপালে দীপিকা সেঁটে দিয়েছেন স্বামী ট্যাগ।