'সুশান্তের ছবি ব্যবহার করে টাকা কামাচ্ছেন...কার অনুমতিতে?' পাপারাজিদের আক্রমণ দীপিকার

বিতর্কের একটি বিষয় হয়ে ওঠে সোশ্য়াল মিডিয়া ছড়িয়ে পড়া সুশান্তের শেষ সময় ও অন্ত্যেষ্টির ছবি ও ভিডিও..

Continues below advertisement

মুম্বই: সঠিক সময়ে সঠিক মন্তব্য করে আলোড়ন ফেলে দিতে বলিউডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জুড়ি মেলা ভার। অতীতে, বহুক্ষেত্রে বিভিন্ন ইস্যু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দীপিকা। কিন্তু, পরে, সঠিক সময়ে ওই ইস্যুগুলি নিয়েই মুখ খুলেছেন তিনি। ফের একবার দীপিকা দেখালেন কেন তাঁকে এই তকমা দেওয়া হয়েছে।

Continues below advertisement

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড। তরুণ অভিনেতার আকস্মিক অকালপ্রয়াণে বলিউডের মধ্য চলা দলাদলি ও স্বজনপোষণের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে।

বিতর্কের একটি বিষয় হয়ে ওঠে সোশ্য়াল মিডিয়া ছড়িয়ে পড়া সুশান্তের শেষ সময় ও অন্ত্যেষ্টির ছবি ও ভিডিও। এই নিয়ে এবার সোচ্চার হলেন দীপিকা। পাপারাজিদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন বলিউড অভিনেত্রী।

সুশান্তের শ্মশানযাত্রার একটি ভিডিও পোস্ট করে একজন লেখেন, আমার লিখিত অনুমতি ছাড়া আমার তোলা ছবি ও ভিডিও কোনও প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে না। এর উত্তরে দীপিকা লেখেন, ভাল। কিন্তু আপনি কি সুশান্তের বাড়ির লোকের অনুমতি নিয়ে ছবি ও ভিডিওগুলি পোস্ট করেছেন? আপনি শুধু ছবি তুলেই ক্ষান্ত হননি, এটা নিয়ে অর্থ উপার্জনও করেছেন। দীপিকার এই মন্তব্যকে সমর্থন করেছেন প্রচুর মানুষ।

প্রসঙ্গত, গত ১৪ তারিখ মৃত্যু হয় সুশান্ত সিংহ রাজপুতের। নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ৩৪ বছরের এই তরুণ প্রতিভাবান অভিনেতা। তাঁর মৃত্যু বলিউডে স্বজনপোষণ-বিতর্ককে নতুন মাত্রা এনে দিয়েছে। সুশান্তের মৃত্যুর বিচারের দাবিতে প্রচুর মানুষ সামিল হয়েছেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola