মুম্বই: করোনায় গোটা বিশ্ব এখন ঘরবন্দি। অনেকেই বলছেন, দুশ্চিন্তায় তাঁদের মানসিক চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিসাসের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় বসতে চলেছেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে একটি হাতে লেখা চিঠি লিখে অনুরাগীদের দীপিকা জানিয়েছেন এ কথা।


২০১৪-য় দীপিকার ডিপ্রেশন ধরা পড়ে। মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপায় খুঁজতেই বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটায় হু প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।


অসুখ ধরা পড়ার ১ বছর পর এ ব্যাপারে জনসমক্ষে জানান দীপিকা। মানসিক ব্যাধি নিয়ে সচেতনতা প্রসারের উদ্দেশে তৈরি করেন দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন।