লখনউ: শনিবার মহাসমারোহে দীপাবলি পালন করতে চলেছে যোগী সরকার। আলোর উৎসব পালনে এবার সরকারের বরাদ্দ ২২৬ কোটি টাকা। সাড়ে পাঁচ লাখের উপর প্রদীপে সেজে উঠবে অযোধ্যা। ‘দীপোৎসব’-এ হাজের থাকবেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন পটেল সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সরকার সূত্রে খবর, সকাল ১০টা থেকে ১২টার মধ্যে শনিবার অযোধ্যায় রামের ট্যাবলো সহ পদযাত্রা বের হবে। সকেত কলেজ থেকে শুরু করে মিছিল শেষ হবে রামকথা পার্কে। বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেবেন সেই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী সেই পদযাত্রা দেখবেন বিকেল পৌনে ৪টে থেকে  ৪টে পর্যন্ত। বিভিন্ন কর্মসূচীর মধ্যে থাকছে রামচন্দ্রের প্রতীকি রাজ্যাভিষেক অনুষ্ঠান। সন্ধে ৬টায় অতিথিদের বক্তৃতা ও বিভিন্ন প্রকল্পের ঘোষণা হবে। সাতটি দেশের রামলীলা অনুষ্ঠানও এবার দীপাবলির অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে বলে সরকারি সূত্রের খবর। অনুষ্ঠানে রামচন্দ্রের জীবন কাহিনি তুলে ধরার জন্য তীর ধনুক হাতে প্রস্তুত হচ্ছে আড়াই হাজার শিশু। রামচন্দ্রের উপর মোট ১১টি ট্যাবলো তৈরি হচ্ছে।