অভিযোগ, চাল-আলু দেওয়ার নাম করে দুটি স্কুলের শতাধিক ছাত্রছাত্রীকে এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখেন স্কুলের শিক্ষকরা। অভিভাবকরাও এসেছেন কিন্তু তাঁদের সঙ্গে ছাত্রছাত্রীদের আসাও অত্যাবশ্যক করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে এমন জমায়েতের প্রতিবাদ করেন এলাকাবাসী, বলেন, ছেলেমেয়েদের বসিয়ে না রেখে বাড়ি পাঠিয়ে দিতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেনে নেন, এভাবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে ছেলেমেয়েদের ডেকে এনে সরকারি নির্দেশ অমান্য করেছেন তাঁরা। কিন্তু তাঁদের বক্তব্য, খুব তাড়াতাড়ি ছেলেমেয়েদের চাল আর আলু দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।
যদিও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সকাল থেকে শতাধিক ছাত্রছাত্রীকে এই দুটি স্কুলে আটকে রেখেও তাদের চাল আর আলু দেওয়া শুরু হয়নি। স্কুলের প্রধান শিক্ষক সহ যাঁরা এই কাজ করেছেন তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।
<iframe src="https://cdn.abplive.com/