নয়াদিল্লি :দূষণে প্রতিবছরই নতুন নতুন নজির গড়ছে রাজধানী। অবস্থা ভয়াবহ। প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। রাজধানীকে ঘিরে রেখেছে ধুলো-ধোঁয়ার পুরু চাদর। শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ঢুকে পড়ছে বিষ-বায়ু। ত্রস্ত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এবার আরও কঠোর পদক্ষেপ করল প্রশাসন। আম আদমি পার্টির সরকার সরকারি কর্মচারীদের দিল বিশেষ নির্দেশ।
কোভিড কালে দেশ দেখেছে অফিসে না এসেও বাড়ি থেকে কীভাবে কাজ চালানো যায়। প্রথম প্রথম সমস্যা হলেও অতিমারী শিখিয়ে দিয়েছে কীভাবে কঠির পরিস্থিতিতে নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে হয়। দিল্লির জন্য এই দূষণও একটা বড় চ্যালেঞ্জ। আর তার মোকাবিলা করতে দিল্লি সরকার ফিরিয়ে আনল ওয়ার্ক-ফ্রম-হোম। আপাতত সরকারি কর্মীদের জন্য এই সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে আম-আদমি সরকার। প্রতিদিন ৫০ শতাংশ করে কর্মী অফিসে আসবেন, আর ৫০ জন কাজ করবেন বাড়ি থেকে।
দূষণের মাত্রা বাগে আনতে , দিল্লি সরকার এই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে দিল্লির পরিবেশ মন্ত্রক। ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করলে পুরো বিষয়টা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বুধবারই প্রশাসনিক ভবনে একটি মিটিং করেছেন উচ্চপদস্থরা।
দিল্লির সারাদিনে গড় বায়ু দূষণের মাত্রা এখন ৪২৪। যা সিভিয়ার ক্যাটেগরির মধ্যে পড়ে। বুধবার সকাল ৯ টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সছিল ৪০০ র উপরে। Central Pollution Control Board এর তথ্য বলছে মঙ্গলবার বিকেল ৪ টেয় বায়পদূষণ মাত্রা ৪৬০ । সরকারি সূত্রে খবর, নতুন সময়সূচি অনুসারে, দিল্লি সরকার এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসগুলিতে ভিন্ ভিন্ন সময়ে কাজ হবে। MCD অফিসগুলি সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ চলবে। আর দিল্লির রাজ্য সরকারি অফিসগুলিতে কাজ শুরু হবে সকাল ১০ টায়। সাড়ে ৬ টা পর্যন্ত কাজ হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়মেই অফিস চলবে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI শূন্য থেকে ৫০ হলে, সেখানকার বাতাসের মান খুব ভাল। AQI ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি। AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। আর দিল্লির পরিসংখ্যান তো এ সব মাত্রাই টপকে গিয়েছে। এই পরিস্থিতিতে এমন ব্যবস্থা না নিলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।