নয়াদিল্লি: আচমকা বিদ্যুৎ-বিভ্রাটে ধাক্কা খেল দিল্লি বিমানবন্দরের (Delhi Airport Power Outage) বোর্ডিং এবং চেক-ইন পরিষেবা। যাত্রীদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের জন্য দিল্লি বিমানবন্দরের টি-থ্রি টার্মিনাল হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। কাজ করা বন্ধ করে দেয় 'ডিজি যাত্রা' এবং 'চেক-ইন কাউন্টার।'
তার পর...
সমস্যার কথা জানিয়ে এক যাত্রীই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে উত্তর দেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। জানান, তাঁরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। সংশ্লিষ্ট টিমকেও বিষয়টি জানানো হয়েছে। তবে আশার কথা একটাই। খুবই ক্ষণস্থায়ী ছিল এই বিদ্যুৎ-বিভ্রাট। ঘড়ির কাঁটা ধরে বলতে গেলে, বড়জোর দু-তিন মিনিট সমস্য়া স্থায়ী হয়। তার পরই ব্যাক-আপ ব্যবস্থার সাহায্য়ে বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যায়। বোর্ডিং গেটে ব্যাগেজ-লোডিংও শুরু হয়ে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। একই সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে ডিজি যাত্রা, সবই কাজ করতে শুরু করে।
দিল্লি বিমানবন্দরের এক আধিকারিকের কথায়, 'এসির উপর বিপুল চাপ পড়ে গিয়েছিল। ফলে ব্যাক আপ পাওয়ার পুরোপুরি চালু হতে কয়েক মিনিট সময় লেগে যায়। ডিজিযাত্রা এবং অন্যান্য পরিষেবা খুব দ্রুত সচল হয়ে যায়।' গোটাটার জেরে উড়ান পরিষেবার উপর কোনও চাপ পড়েনি, এটিও মনে করিয়ে দিয়েছেন ওই আধিকারিক।
বিশদ...
বাণিজ্যিক এবং পণ্যবাহী বিমানের জন্য দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি টার্মিনাল রয়েছে। এর মধ্যে, টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ শুধুমাত্র ঘরোয়া উড়ানের জন্য রয়েছে, টার্মিনাল থ্রি দিয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুটি উড়ানই চলে। এই ব্যবস্থাই মসৃণ ভাবে সব রকম উড়ান চলাচলে সাহায্য করে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, চলতি অর্থবর্ষে এই বিমানবন্দরের যাত্রীসংখ্যা ৭ কোটি ২০ লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। যদি এই সত্যিই লক্ষ্য সফল হয়, তা হলে তা এত দিনের মধ্যে যাত্রীসংখ্যার বিচারে সবথেকে বেশি হবে।
তাপপ্রবাহের জন্য দিল্লির নানা প্রান্তে বিদ্যুৎ-বিভ্রাট পরিচিত ঘটনা। এ বছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। এমনকি দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় ও মুখ্যমন্ত্রীর বাসভবনেও দাপট দেখিয়েছে বিদ্যুৎ-বিভ্রাট। বস্তুত, তাপমাত্রা যত বাড়ছে, তত বিদ্যুতের চাহিদা বাড়ছে। গত বেশ কিছু দিন ধরে টানা গরমে পুড়ছে দিল্লি। তাই বিদ্যুতের চাহিদাও তুঙ্গে। এহেন পরিস্থিতিতে বিদ্যুৎ-বিভ্রাট চেনা বিষয়। তা বলে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজকর্ম থমকে যাবে?
আরও পড়ুন:দুর্ঘটনার জেরে বন্দে ভারত থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের রুট বদল