নয়াদিল্লি: কেরলে পরপর বিস্ফোরণের (Kochi Blast) পরেই দিল্লি ও মুম্বইয়ে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হল। সর্বস্তরে নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। রবিবার কোচির কালামাসারিতে Jehovah's Witness সম্প্রদায়ের একটি ধর্মীয় সভা ছিল, সেখানেই বিস্ফোরণ ঘটে। 


দেশের রাজধানীতে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। বিস্ফোরণের খবর মেলার পরেই জনবহুল এলাকাগুলোয় নিরাপত্তা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ। একই পথে হেঁটেছে মুম্বই পুলিশও। উৎসবের মরসুমের আবহে গোটা শহরে হাই অ্যালার্ট জারি করেছে মুম্বই (Mumbai) পুলিশ। একই সঙ্গে ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে, ফলে সেদিকেও কড়া নিরাপত্তা রাখা হচ্ছে। ইতিমধ্যেই মুম্বইয়ে Jews Centre Chabad House-এ নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে নিরাপত্তা বাড়ানো হয়েছে।


দিল্লি পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে, 'দিল্লি পুলিশের একটি স্পেশাল সেল ইনটেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, যাবতীয় তথ্য়তে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ভিড় এলাকায় কড়া নিরাপত্তা রাখা হচ্ছে।' 


আরও পড়ুন: টিফিনবক্সে ছিল বিস্ফোরক! ব্যবহার IED! কীভাবে এল?