নয়াদিল্লি:দিল্লি বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা। এদিন সাংবাদিক বৈঠকে নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জানুয়ারি । ২১ জানুয়ারি মনোনয়ন জমার শেষ দিন।মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। ভোটগ্রহণ করা হবে ৮ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি ভোট গণনা।



দিল্লিতে মোট বিধানসভা কেন্দ্র ৭০। কমিশন জানিয়েছে, রাজ্যে মোট ভোটকেন্দ্র থাকবে ১৩,৭৫০টি।ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ।গোটা রাজ্যে প্রায় ৯০ হাজার আধিকারিক মোতায়েন করা হবে।প্রত্যেক কেন্দ্রে ডিসিপি পদমর্যাদার আধিকারিক পর্যবেক্ষণে থাকবেন।

২২ ফেব্রুয়ারি ৭০ সদস্যের দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে,  ১৪ ফেব্রুয়ারির আগেই  ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে।  কারণ ১৫ তারিখ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে।

গত বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬৭টি আসনই জিতেছিল আম আদমি পার্টি। এবারও তারাই ফেভারিট বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার যখন ভোট হবে তখন রাজধানীর পরিস্থিতি রীতিমত উত্তেজনাপূর্ণ, গতকালই দিল্লির বুকে অভিজাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া-শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী গুন্ডা। বেশ কয়েকজন এতে আহত হয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রতিবাদ হচ্ছে। কারা এই হামলা চালাল, এখনও পরিষ্কার নয়। বাম ছাত্র সংগঠন দোষ দিচ্ছে এবিভিপিকে, এবিভিপি আবার উল্টে দোষারোপ করছে বামেদের।

আপ, বিজেপি ও কংগ্রেস অবশ্য ভোটপ্রচারে নেমে গিয়েছে। বিজেপি এখনও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি, সেদিকেও আপ এগিয়ে। এবারও অরবিন্দ কেজরীবালকেই সামনে রেখেই ভোটে লড়তে চলেছে তারা। গত মাসে কেজরীবাল তাঁর সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেন, তাতে গত ৫ বছরে তাঁদের ১০টি সেরা সাফল্যের উল্লেখ করা হয়। প্রশান্ত কিশোরের সংস্থা রাজনৈতিক পরামর্শদানকারী সংস্থা আই-পিএসি ভোটের আগে আপের সঙ্গে জোট বেঁধেছে।

দিল্লির দায়িত্বে থাকা বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের সাফল্যগুলি সামনে রেখেই ভোটে লড়বে তাঁদের দল।