নয়া দিল্লি: সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় এখনও তল্লাশি ও তদন্ত জারি রয়েছে। হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক আবিষ্কার এবং দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের আগে এবং পরে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন সন্ত্রাসীদের ফোন থেকে মুছে ফেলা ডেটা সামনে এসেছে। 

Continues below advertisement

গ্রেফতার হওয়া সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া এই তথ্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত সন্দেহভাজন সন্ত্রাসীদের ফোন ডেটার মধ্যে রয়েছে ডঃ মুজাম্মিল , আদিল, শাহীন এবং ইরফান।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মুজাম্মিলের মোবাইল ফোনেই প্রায় ২০০টি ভিডিও রয়েছে। এর মধ্যে রয়েছে মাসুদ আজহার , আসগর , অন্যান্য জইশ কমান্ডার এবং অসংখ্য আইসিস -সম্পর্কিত সন্ত্রাসীর বিষাক্ত বক্তৃতার অডিও এবং ভিডিও রেকর্ডিং। এই ভিডিওগুলির মধ্যে প্রায় ৮০টিই বোমা তৈরি এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত সন্ত্রাসী প্রশিক্ষণ এবং গবেষণার উপর ভিত্তি করে তৈরি ।

Continues below advertisement

মুজাম্মিলের ফোন থেকে দিল্লি- উত্তরপ্রদেশ- মুম্বই এবং আরও অনেক রাজ্যের ধর্মীয় স্থান এবং জনাকীর্ণ বাজারের ভিডিও পাওয়া গেছে।

প্রশ্ন উঠেছে, দেশ-বিদেশের জঙ্গি সংগঠন, এমনকী নিজেদের মধ্যে কীভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি-চিকিৎসক মডিউল-এর সদস্যরা? আর এখানেই উঠে আসছে 'সেশন' ও 'সিগনাল' নামে জোড়া অ্যাপের কথা। 

সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, 'সিগনাল' অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জইশ-এ-মহম্মদের 'ফিদায়েঁ মডিউল'। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমর সহ ধৃত চিকিৎসক মুজাম্মিল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদ-রা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফ্ফর রাথের। যে এই মুহূর্তে পলাতক। 

তদন্তকারীরা মনে করছেন, এই মডিউলে চিকিৎসক উমরের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ..এই গ্রুপেই বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমর। অ্যামোনিয়াম নাইট্রেট

ট্রাইঅ্য়াসিটোন ট্রাইপারোক্সাইড (TATP) সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাত উমর। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কী নেওয়া হবে, সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমর। ফরেন্সিক তথ্য অনুযায়ী, উমরের পরিচয়কে কাজে লাগিয়েই, যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল।