নয়াদিল্লি : দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে। লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষার পাঠানো হয়েছে ল্যাব্রোটারিতে। প্রকৃতই কী হয়েছে, তা পরীক্ষার পরেই সামনে উঠে আসবে।

Continues below advertisement

আরও পড়ুন, সন্ত্রাস ফিরল দিল্লিতে, লাল কেল্লার কাছে বিস্ফোরণ, একাধিক মৃত্যু !

Continues below advertisement

ঘটনাস্থলে যান ফরেনসিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা,কী বলছেন FLS অফিসার ?

দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর স্যাম্পেল সংগ্রহ করতে ঘটনাস্থলে যান ফরেনসিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা। FSL অফিসার মহম্মদ ওয়াহিদ জানিয়েছেন, 'ইতিমধ্যেই সেই স্যাম্পেল ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পরেই কেবলমাত্র কোনও কিছু বলা সম্ভব।' সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। তার কারণ, দিল্লির বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই এই লালকেল্লা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে বাজেয়াপ্ত হয় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক। এই ঘটনায় ৩ চিকিৎসক-সহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের অনুমান

সূত্রের দাবি, দিল্লির বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারীদের অনুমান, লালকেল্লার কাছে বিস্ফোরণে অন্য রকমের কোনও বিস্ফোরক বা কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকতে পারে।তাহলে কি দিল্লি বিস্ফোরণে RDX ব্য়বহার করা হয়ে থাকতে পারে? উঠছে এই প্রশ্নও।এরইসঙ্গে লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

কলকাতা-সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট

দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ। NIA-র পাশাপাশি, বিস্ফোরণস্থলে পৌঁছেছে NSG-র কমান্ডোরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। দিল্লি-র পাশাপাশি কলকাতা-সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সোমবারের সন্ধেয় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি।লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণে, পুড়ে খাক হয়ে গেল একের পর এক গাড়ি। একাধিক মৃত্য়ু হয়েছে! বিস্ফোরণস্থলে পৌঁছয় এনএসজি-র কমান্ডোরা। তারা ঘটনাস্থল খতিয়ে দেখে। দিল্লি পুলিশ কমিশনার  সতীশ গোলচা বলেন, সন্ধে ৬.৫২-তে রেড লাইটে ধীর গতিতে একটা গাড়ি এসে দাঁড়ায়। তাতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে আরোহীরা ছিলেন। এই বিস্ফোরণে আশপাশের গাড়িগুলোরও ক্ষতি হয়। খবর পেয়ে দিল্লি পুলিশ, FSL, NIA, NSG তাদের টিম এসেছে। ঘটনা খতিয়ে দেখছে। বিস্ফোরণের তদন্ত চলছে।