নয়াদিল্লি : দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর গতকালই শোকপ্রকাশ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। আজ এক্স হ্যান্ডেলের পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। 

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু মিছিল, জরুরি বৈঠকে অমিত শাহ

দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের পর হুঁশিয়ারি রাজনাথের

এদিন তিনি আশ্বস্থ করে বলেছেন, 'আমি আমার দেশের নাগরিকদের জানাতে চাই, এই ঘটনায় (দিল্লি বিস্ফোরণ কাণ্ড) ভারতের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্তে নেমেছে এবং দ্রুততার সঙ্গে কাজ করছে। এই মর্মান্তিক ঘটনার জন্য যারা দায়ী, তাঁদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে। কোনওভাবেই দোষীদের রেয়াত করা হবে না।' দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গতকাল শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'

বিস্ফোরণের কয়েকঘণ্টা আগে..

দিল্লিতে লালকেল্লার কাছে জোরাল বিস্ফোরণের নেপথ্য়ে কি পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ? প্রশ্নটা উঠছে কারণ, সোমবার এই বিস্ফোরণের কয়েকঘণ্টা আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। আর এই বিস্ফোরকের হদিশ মেলে শ্রীনগরে জইশের সমর্থনে পোস্টার দেওযার অভিযোগে ধৃত এক চিকিৎসককে জেরা করে। তাহলে কি দিল্লির বিস্ফোরণের নেপথ্য়ে জইশের হাত?

দিল্লির প্রাণকেন্দ্রে বড়সড় বিস্ফোরণ!

দিল্লির প্রাণকেন্দ্রে বড়সড় বিস্ফোরণ! সন্ধে নামতে না নামতেই কেঁপে উঠল লালকেল্লার কাছের এলাকা। টুকরো টুকরো হয়ে গেল মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়ানো একের পর এক গাড়ি। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেল আশেপাশে দাঁড়ানো মানুষের শরীর। দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে খাক সবকিছু। একজন প্রত্য়ক্ষদর্শী বলেন, দেখি একজনের হাত পড়ে রয়েছে। পুরো ফেটে গেছে। ওখানে দেখলাম, মানুষের ফুসফুস পড়ে রয়েছে।

দিল্লির বিস্ফোরণের নেপথ্য়েও কি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হাত থাকতে পারে?

দিল্লির এক বাসিন্দা বলেন, আমি আমার ছাদ থেকে দেখে নীচে নেমে আসলাম। খুব জোরে আওয়াজ হয়। জানালা নড়ে গেছে। রাজধানীর বুকে এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। শ্রীনগরে জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার সাঁটার অভিযোগে ধৃত চিকিৎসককে জেরা করে এই বিস্ফোরকের ভাণ্ডারের হদিশ মেলে। দিল্লির বিস্ফোরণের নেপথ্য়েও কি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হাত থাকতে পারে? প্রশ্নটা উঠছে, কারণ এর আগেও ভারতের বুকে বারবার সন্ত্রাসের ক্ষত এঁকেছে জইশ।