দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য । বিস্ফোরণ হওয়া i20 গাড়িতে ছিল একজনই! সিসিটিভি ক্যামেরার ফুটেজে চিহ্নিত করা হয়েছে সন্দেহভাজনদের, খবর পুলিশ সূত্রে। দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে, তবে কি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে রাজধানীতে? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে সেই গাড়ির ছবি এসেছে সামনে। CC ফুটেজে ধরা পড়েছে পার্কিংয়ে ঢোকা ও বেরনোর ছবি।
পুলিশের দাবি, ওই i20 গাড়িতে ছিল একজনই। বিস্ফোরণের আগে ৩ ঘণ্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল গাড়িটি। এরপর সন্ধে ৬.৪৮ নাগাদ পার্কিং লট থেকে বেরোয় গাড়িটি। সন্ধে ৬.৫২ য় সিগনালে পৌঁছতেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। কোথায় যাচ্ছিল গাড়িটি? শতাধিক CC ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বিস্ফোরণের পর, রাজধানীজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গত রাত থেকেই দিল্লি পুলিশ, স্পেশাল সেল এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সকলে সতর্ক রয়েছেন। বিস্ফোরণের তথ্য পাওয়ার পরপরই, পুলিশ পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ, কনট প্লেস এবং আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। এলাকার প্রায় সকল ছোট-বড় হোটেল, লজ এবং গেস্ট হাউসে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত ৪৮ ঘন্টায় কারা রুম বুক করেছে তা নির্ধারণের জন্য প্রতিটি হোটেলের রেজিস্টার পর্যালোচনা করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চলাকালীন, পুলিশ চার জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। এই চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় বা গ্রেফতারের কথা জানায়নি।
দেশের সবথেকে হাই প্রোফাইল এলাকাগুলির মধ্যে অন্যতম লালকেল্লা। প্রতিদিনই নিরাপত্তার কড়াকড়ি এই দর্শনীয় ঐতিহ্যবাহী এলাকাজুড়ে। অথচ রাজধানীর বুকে ভর সন্ধে বেলায় সেই লাল কেল্লার গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল। ছিন্নভিন্ন হয়ে গেল একাধিক শরীর । গাড়িটি কি বিস্ফোরক নিয়ে কোথাও পালানোর চেষ্টা করছিল? নাকি একেবারে পরিকল্পনা করেই লালকেল্লা মেট্রোর সামনে জনবহুল স্থানে ঘটানো হয় বিস্ফোরণ, যাতে বহু প্রাণ শেষ হয়ে যায়? তদন্ত করছেন গোয়েন্দারা।
শেষ পাওয়া সিসিটিভি অনুসারে, ওই সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে হুন্ডাই আই২০ গাড়িটি দেখা যায়। সেই গাড়িটি তিন ঘন্টা ধরে লাল কেল্লার কাছে পার্কিং লটে পার্ক করা ছিল। তারপর বিকেল ৩ টে বেজে ১৯ মিনিটে পার্কিংয়ে প্রবেশ করে , সন্ধ্যা ৬:৪৮ মিনিটে বেরিয়ে যায় পার্কিং থেকে। এরপরই সেই ভয়াবহ ঘটনা।