নয়াদিল্লি : মর্মান্তিক ! পশ্চিম দিল্লির IAS কোচিং সেন্টারে কোচিং নিতে ঢুকে প্রাণ গেল ২ ছাত্রীর। নিখোঁজ আরও একজন। এই প্রতিবেদন লেখার সময় চার ঘণ্টারও বেশি সময় ধরে তিনি নিখোঁজ। হঠাৎ জলের তলায় চলে যায় ওই কোচিং সেন্টারের বেসমেন্ট। বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরি হঠাৎ জলমগ্ন হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ বৃষ্টিতে কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায় চলে গেল ? কীভাবে দুর্ঘটনা ? এনিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দিল্লির রাজেন্দ্র নগরে রাও আইএএস কোচিং সেন্টারে কোচিং নিতে গিয়েছিলেন ছাত্র-ছাত্রীরা। ঘটনার পর থেকেই তাঁরা নিখোঁজ হয়ে পড়েন। পরে এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয় ! পরে আরও একজনের। যদিও খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দিল্লি দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দিল্লি পুলিশ। তারা উদ্ধার অভিযানে নামে।
ঘটনার পরম্পরা...
সন্ধে ৭টার আশপাশে একটি ফোন কল পায় দিল্লির দমকল বিভাগ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। মোবাইল ফোনের সূত্র ধরে নিখোঁজ ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তারা। কিন্তু, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কারণ, নেটওয়ার্ক মিলছিল না। পরে দিল্লি পুলিশের তরফেও জানানো হয়, দিল্লির একট কোচিং ইন্সটিটিউটের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়ে।
তবে বেসমেন্টে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কারণ, প্রচুর পরিমাণে জল ঢুকে যায় সেখানে এবং ভিতরে সেঅর্থে দৃশ্যমানতাও নেই। জল বের করার জন্য ৫টি মোটর পাম্প কাজে লাগায় দমকল বিভাগ। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন পৌঁছয়। তবে,আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জল বের করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, বেসমেন্টে ৩০ জন ছাত্র-ছাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আটকে পড়েন। বাকিরা বেরিয়ে আসতে সক্ষম হন। জল বের করে দেওয়া হয়েছে। দুই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে । কারণ, জলস্তর নামতে শুরু করেছে।
প্রসঙ্গত, হালেই পশ্চিম দিল্লিতে জলমগ্ন রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক UPSC প্রার্থীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।