নয়াদিল্লি: কমছে পজিটিভিটি রেট। একদিনে আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমের দিকে। দিল্লিতে বদলাচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০০৯জন।
গত ১ এপ্রিল ২৭৯০ছিল একদিনে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা। তারপর এই প্রথম, শুক্রবার দিল্লিতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৩০০৯জন। অর্থাৎ পয়লা এপ্রিলের পর এই প্রথম এতটা কমল একদিনে সংক্রমিতের সংখ্যা। দিল্লির করোনা ট্যালি বলছে, প্রতিদিনের পজিটিভিটি রেটও কমেছে। শুক্রবার দিল্লিতে ৫ শতাংশের নীচে নেমে গেছে করোনার পজিটিভিটি রেট। ৪.৭৬ শতাংশে নেমে গিয়েছে এই রেট। তথ্য বলছে, গত ৪ এপ্রিলের পর এই প্রথম ৫ শতাংশের নীচে নামল রাজধানীর কোভিড পজিটিভিট রেট।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গিয়েছেন ২৫২ জন। সব মিলিয়ে রাজধানীতে এখন কোভিডে মৃতের সংখ্যা ২২,৮৩১ জন। তবে খুশির খবর, একদিনে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭২৮৮ জন। এখনও পর্যন্ত দিল্লিতে কোভিডে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩,৫৪,৪৪৫ জন। পজিটিভিটি রেট কমার ফলে দিল্লি এখন ভারতে সেফ জোন বলে বিবেচিত হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নিয়ম অনুসারে পাঁচ শতাংশের নীচে পজিটিভিটি থাকা স্থানগুলি সেফ জোন।
এখানেই শেষ নয়। দিল্লিতে কমে গিয়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ৩৫,৬৮৩তে এসে দাঁড়িয়েছে। ১১ এপ্রিলের পর এই প্রথম সক্রিয় আক্রান্তের সংখ্যা এতটা কম দাঁড়াল রাজধানীতে। শহরে রিকোভারি রেট ৯৫.৮৫ শতাংশ। রাজধানীতে কোভিডের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ১৪,১২,৯৫৯ জন। গত বছর থেকে এখনও রাজ্যে মারা গিয়েছেন ২২,৮৩১ জন।
দিল্লির সাম্প্রতিক কোভিড চিত্র বলছে, আগের থেকে অনেকটাই ভালো আছে রাজধানী। করোনার দ্বিতীয় ঢেউতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দিল্লির। বেড়েই চলছিল কোভিডে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। অক্সিজেন, বেডের অভাবে নিত্যদিন দরজা বন্ধ করছিল হাসপাতাল। রোগী ভর্তি বন্ধ হওয়ায় বেডের আকাল তৈরি হয়েছিল রাজ্যে। শেষে পর্যাপ্ত মেডিক্যাল অক্সিজেন পেয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে দিল্লি।