নয়া দিল্লি: লাল কেল্লার কাছে বিরাট বিস্ফোরণ। ৩টি গাড়িতে আগুন। লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, একাধিকের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এমনটাই সন্দেহ করছে পুলিশ কর্তারা, খবর সূত্রের। ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ পৌঁছেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে। 

Continues below advertisement

জানা গিয়েছে, এদিন সন্ধ্যে ৭টার কিছু আগে এই বিস্ফোরণটি ঘটে। মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিরাট বিস্ফোরণ হয়। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি দমকলের ইঞ্জিন। 

কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে এই বিস্ফোরণটি ঘটে। কীভাবে বিস্ফোরণ হয়  নিয়েও এখনও ধোঁয়াশা। 

Continues below advertisement

রাজধানীর সর্বত্র শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর কোথাও কোনও বিস্ফোরক আছে কি না তা খুঁজে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়ে, এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি দোকানের জানলার কাচ ভেঙে যায়। তীব্রতার জেরে ঘরবাড়ি প্রায় কেঁপে ওঠে। 

এদিকেম আজই দিল্লির কাছে চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল।  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ। শুক্রবার বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, ৩ চিকিৎসক-সহ ৮জন গ্রেফতার করা হয়েছিল। অনন্তনাগে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকের লকারেই AK 47। অনন্তনাগের হাসপাতালেরই আরেক ডাক্তারের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক। অনন্তনাগে সরকারি হাসপাতালের চিকিৎসক আদিলের লকারে জোড়া AK 47। অনন্তনাগেরই চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক। জঙ্গি-যোগে ধৃত ৮জনের মধ্যে ৭জনই কাশ্মীরের, খবর সূত্রের।  

জইশ ই মহম্মদ, আনসার ঘজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার। আইইডি তৈরির জন্য ২৯০০ কিলো সামগ্রী-সহ বাজেয়াপ্ত বিস্ফোরক, কেমিক্যাল।