নয়াদিল্লি: রোহিণী কোর্টের পর এবার দিল্লির সাকেত কোর্ট চত্বরে গুলি। ৪ রাউন্ড গুলি চলেছে বলে খবর, আদালত চত্বরে আতঙ্ক। আইনজীবীর পোশাক পরে এসে মহিলা সাক্ষীর উপর গুলিবৃষ্টির খবর। গুলিতে আহত সাক্ষী, আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
ANI সূত্রের খবর, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। অপরাধ দমন শাখা এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে কর্মীরা ওই এলাকায় পৌঁছয়। সংবাদ সংস্থার তরফে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার পেটে আঘাত লেগেছে, তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত কামেশ্বর কুমার সিংহ সাসপেন্ডেড আইনজীবী। তিনিই পরপর চারটি গুলি করেন। তার মধ্যে তিনটি ওই মহিলাকে আঘাত করে। একটি গুলি আঘাত করেছে ওই চত্বরে থাকা এক আইনজীবীর সহায়ককে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ২ জনেই বিপদমুক্ত।
ডিসিপি সাউথ চন্দন চৌধুরী বলেছেন, 'গত ডিসেম্বরে একটি এফআইআর করা হয়েছিল। সেখানে এদিনের জখম মহিলা অভিযুক্ত ছিলেন। যিনি হামলা চালিয়েছেন তিনি মামলকারী ছিলেন। আহত মহিলা দ্বিগুণ করে নেওয়ার নাম করে টাকা নিয়েও পরে তা ফেরত দেননি। তা নিয়ে মামলা চলছে। ওই মহিলার নামে আরও কিছু প্রতারণা মামলা রয়েছে।' তিনি আরও বলেন, '২ জন জখম ব্যক্তি এখন বিপদমুক্ত রয়েছেন। দিল্লি পুলিশের তরফে নিরাপত্তায় কোনও ফাঁক নেই। আমরা নিরাপত্তা আরও শক্তিশালী করব।'
বারবার আদালত:
এর আগে দিল্লির রোহিণী আদালতের মধ্যেই গ্যাংওয়ার হয়। শুনানি চলাকালীন বিচারকের ১ মিটার দূরেই শ্যুটআউট, চলে ৪০ রাউন্ড গুলি। মৃত্যু গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর। পাল্টা পুলিশের গুলিতে মৃত অন্য গ্যাংয়ের ২ সদস্য। আদালত কক্ষে গ্যাংওয়ার হয়েছিল। তারপরে দিল্লির রোহিণী কোর্টে (Rohini Court) বিস্ফোরণও হয়। ল্যাপটপ থেকে বিস্ফোরণ বলে অনুমান ছিল। পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল বিস্ফোরক।