নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্ভয়া গণধর্ষণ মামলার এক জনের মৃত্যুদণ্ড না মকুব করার আর্জি জানাল দিল্লি সরকার। নির্ভয়া মামলায় দোষীদের একজনের ক্ষমাপ্রার্থনা খারিজ করে দিয়ে ফাইলটি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। মন্ত্রক থেকে ফাইলটি পরীক্ষা করার পর তা যাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তাঁর হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত।
বিনয় শর্মা নামে নির্ভয়া কাণ্ডের ১ দোষী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেন।
সারা দেশ যখন হায়দরাবাদে পশু-চিকিত্সক তরুণীর ধর্ষণ নিয়ে আন্দোলিত, ঠিক সেই সময়ই নির্ভয়ার অপরাধীর ক্ষমাপ্রার্থনা, স্বাভাবিকভাবেই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
তেলঙ্গানার ঘটনার পর অনেককেই প্রশ্ন তুলতে শোনা যায়, এখনও নির্ভয়ার অপরাধীদের মৃত্যুদণ্ড হল না কেন? সংসদে দাঁড়ি্য়েই সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন, এই ধরনের অপরাধীদের গণপিটুনির নিদান দেন। ঠিক এই মুহূর্তেই এল নির্ভয়ার অপরাধীর ক্ষমার আর্জি। তা ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছে দিল্লি সরকার। এবার সকলের চোখ রাষ্ট্রপতির দিকেই। তাঁর উপরই নির্ভর করছে দোষীর মৃত্যুদণ্ড হবে কিনা।
'নির্ভয়ার অপরাধীর ক্ষমার আর্জি খারিজ করা হোক': কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদন দিল্লি সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 06:37 PM (IST)
সারা দেশ যখন হায়দরাবাদে পশু-চিকিত্সক তরুণীর ধর্ষণ নিয়ে আন্দোলিত, ঠিক সেই সময়ই নির্ভয়ার অপরাধীর ক্ষমাপ্রার্থনা, স্বাভাবিকভাবেই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -