নয়া দিল্লি: আর জি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় দেশ, সেই সময় ফের এক চিকিৎসক নিগ্রহের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। দিল্লির এক হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসক নিগ্রহ নিয়ে আরও একবার প্রশ্ন উঠল হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। 


আর জি কর-এ চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ জারি। আন্দোলনকারী চিকিৎসকদের একটাই দাবি- 'নো সেফটি নো ডিউটি'। এরই মধ্যে কাকরডুমার হেগরেওয়ার হাসপাতালে এক চিকিৎসককে শনিবার রাতে রোগীর পরিজনদের হাতে চরম হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ।                                            


জানা গিয়েছে সেই সময় হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের দায়িত্বে ছিলেন ওই চিকিৎসক। সংবাদসংস্থা পিটিআইকে ওই চিকিৎসক বলেন, 'শনিবার রাত ১টার সময় এক রোগী হাসপাতালে আসেন কপালে আঘাত নিয়ে। আমি ওঁকে নিয়ে ড্রেসিং রুমে যাই এবং কপালে স্টিচ করার প্রস্তুতি নিতে শুরু করি। যখন প্রথম স্টিচ করছি সেই সময় আচমকাই ওই রোগী আমাকে ধাক্কা মারে এবং অভব্য আচরণ করতে শুরু করে।'


চিকিৎসক এও জানান, 'ওই রোগীর ছেলে ড্রেসিং রুমের বাইরে ছিলেন। তিনিও ঢুকে আসেন, আমায় চড় মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।' এই ঘটনার পর নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন ওই চিকিৎসক। তিনি এও জানান যে রোগী মাদকাসক্ত ছিল। 


আরও পড়ুন, 'দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কেউ নিরাপদ নয়!' RG Kar-এ এখনও 'আতঙ্ক'? বিস্ফোরক পড়ুয়ারা


প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের ঘটনার পর থেকেই দেশের নানাপ্রান্তের চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। বন্ধ ছিল আউটডোর পরিষেবাও। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ১১ দিন প্রতিবাদের পর ২৩ অগাস্ট থেকে ফের কাজে ফেরেন দিল্লির চিকিৎসকরা। যদিও এরই মধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শোরগোল।  


এদিকে, কর্মবিরতি যে চলবে তা আবার স্পষ্ট করে দিলেন আর জি কর মেডিক্যালের পড়ুয়া চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন তাঁরা। সোমবার বিকেল ৫ টায় কলকাতা মেডিক্যাল কলেজে ডাক দেওয়া হয়েছে গণ কনভেনশনের। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে