নয়া দিল্লি: দিল্লির রাজেন্দ্র নগরে রাও IAS কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে দুই ছাত্রীর মৃত্যু। বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে। সেখানে ৩০ থেকে ৩৫ জন থাকত। বেঞ্চের উপরে দাঁড়িয়েছিল ছাত্র-ছাত্রীরা। আচমকা জল ঢুকে বিপত্তি ঘটে। 


জলের তোড়ে ফেটে যায় বেসমেন্টের কাচ। ৩ ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের কর্তারা। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। 



শনিবার সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজেন্দ্র নগর এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সেই সময় উপরের তলায় ক্লাস চলছিল। জানা গিয়েছে, প্রায় তিন ঘণ্টা বেসমেন্টে আটকে ছিলেন তিন পড়ুয়া। এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে খবর যায়। খবর পেয়েই কোচিং সেন্টারে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পাঁচটি ইঞ্জিন। এলাকায় বিদ্যুৎ ছিল না। টর্চ নিয়ে পড়ুয়াদের খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ এক ছাত্রীর খোঁজ চলছিল। পরে সেই নিথর দেহও উদ্ধার হয়। 


বেসমেন্টে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কারণ, প্রচুর পরিমাণে জল ঢুকে যায় সেখানে। জল বের করার জন্য ৫টি মোটর পাম্প কাজে লাগায় দমকল বিভাগ। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন পৌঁছয়। 


দিল্লির দমকল বিভাগের তরফে বলা হয়, বেসমেন্টে ৩০ জন ছাত্র-ছাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আটকে পড়েন। বাকিরা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু মর্মান্তিক মৃত্যু হয় ৩ জনের। দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মন্ত্রী আতিশি বলেছেন যে ভারী বৃষ্টির ফলেই এঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


প্রশ্ন উঠছে, হঠাৎ বৃষ্টিতে কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায় চলে গেল ? কীভাবে দুর্ঘটনা ? এনিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।                                                                         



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে