নয়াদিল্লি: তিহার জেল থেকে ছাড়া পেল মডেল জেসিকা লাল খুনে দোষী সাব্যস্ত মনু শর্মা । ১৯৯৯ সালে জেসিকা হত্য়ার ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। মনুর যাবজ্জীবন কারাবাস হয়। সে তিহার জেলে সাজা খাটছিল। গত মাসে মনু সমেত নানা অপরাধে দোষী সাব্যস্ত ৩৪ জনের ভবিষ্যত স্থির করতে বৈঠকে বসেছিল সাত সদস্যের দিল্লি সেন্টেন্স রিভিউ বোর্ড (এসআরবি)। বৈঠকে পৌরহিত্য করেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্য়েন্দর জৈন। সেখানে দিল্লি সরকারের অধীন বোর্ড মনুকে আগাম ছেড়ে দেওয়ার সুপারিশ করে। তা পাঠানো হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলকে। তিনি সুপারিশ মেনে নেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার রাজনীতিক বিনোদ শর্মার ছেলে মনুকে জেসিকা হত্যা মামলায় ২০০৬ সালের ডিসেম্বর দোষী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লি হাইকোর্ট। মনুকে রেহাই দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু হাইকোর্ট সেই রায় উল্টে দিয়ে তাকে দোষী ঘোষণা করে। ২০১০ এর এপ্রিল তা বহাল রাখে সুপ্রিম কোর্ট।
ধর্ষণ ও খুন, ডাকাতি, সন্ত্রাসবাদের মামলায় হত্যা, প্যারোলে মুক্ত থাকাকালে হত্যার মতো জঘন্য অপরাধে দোষী সাব্যস্তরা বাদে যে কেউ পুরো ১৪ বছর জেলে কাটালে ভাল আচরণের সুবাদে আগাম ছাড়া পেতে পারে।
২০১৯ সালে মনুর কৌঁসুলি অমিত সাহনি দিল্লি হাইকোর্টে মক্কেলের মুক্তি চেয়ে সওয়াল করেন, ২৩ বছর জেলে কাটিয়েছে সে, সেখানে ভাল ব্যবহার, আচরণের রেকর্ডও আছে,তা সত্ত্বেও বোর্ড চারবার ‘অন্যায় ভাবে’, ‘বেআইনি কায়দা’য় তার মুক্তি নাকচ করেছে। হাইকোর্ট বোর্ডকে তাদের পরবর্তী বৈঠকে মনুর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। ১১ মে সেই বৈঠক হয়। জেলকর্তারা জানিয়েছেন, জেলের ভিতরে মনুর সেবামূলক কাজকর্ম করেন, ৮ বছর ধরে একটি এনজিও চালান, যার নাম সিদ্ধার্থ বশিষ্ঠ চ্যারিটেবল ট্রাস্ট। জেলবন্দিদের বাচ্চাদের পড়াশোনার খরচ দিয়েছেন। এসব তাকে মুক্তির পেতে সাহায্য করেছে।
১৯৯৯ এর ৩০ এপ্রিল সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা মডেল জেসিকা লালকে গুলি করে হত্য়া করে। জেসিকা সেদিন এক লাইসেন্সবিহীন বারে প্রাইভেট পার্টিতে মদের কাউন্টার দেখাশোনা করছিলেন। মাঝরাত পেরিয়ে গিয়েছে বলে মদ সার্ভ করতে অস্বীকার করায় রেগে গিয়ে তাঁকে গুলি চালিয়ে দেয় মনু।
বোর্ডের সুপারিশ প্রসঙ্গে জেসিকার বোন সাবরিনা লাল বলেছেন, গত মাসেই তিনি মনুকে ক্ষমা করেছেন বলে জানিয়েছিলেন।
জেলে ভাল কাজের পুরস্কার! তিহার থেকে ছাড়া পেল জেসিকা লাল খুনে দোষী মনু শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2020 06:10 PM (IST)
১৯৯৯ এর ৩০ এপ্রিল সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা মডেল জেসিকা লালকে গুলি করে হত্য়া করে। জেসিকা সেদিন এক লাইসেন্সবিহীন বারে প্রাইভেট পার্টিতে মদের কাউন্টার দেখাশোনা করছিলেন। মাঝরাত পেরিয়ে গিয়েছে বলে মদ সার্ভ করতে অস্বীকার করায় রেগে গিয়ে তাঁকে গুলি চালিয়ে দেয় মনু।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -