নয়াদিল্লি : কলকাতার ফুটবল ইতিহাসে একটা লজ্জার দিন হিসেবেই থেকে যাবে শনিবার! টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তৈরি হয় বেনজির বিশৃঙ্খলা । পুলিশ গ্রেফতার করেছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। বিশৃঙ্খলার জন্য গ্রেফতার করা হয়েছে ২ জনকে। এদিকে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। কলকাতার ইভেন্ট ভেস্তে গেলেও বর্ণাঢ্য, সুশৃঙ্খল, অনুষ্ঠান হয়েছে নিজামের শহরে। ফুটবলের রাজপুত্রকে বরণ করে নিয়েছে বাণিজ্যনগরীও। এবার পালা রাজধানীর। আজ, সোমবার দিল্লিতে মেসির অনুষ্ঠান। 

Continues below advertisement

ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানী । মেসি সকাল ১০:৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নেমেছেন। এরপর ঠাসা শিড্যুল তাঁর।  

লীলা প্যালেস দুর্গে পরিণত

Continues below advertisement

মেসি ও তাঁর সঙ্গে যাঁরা আছেন,চাণক্যপুরীর লীলা প্যালেস হোটেলে রয়েছেন । হোটেলের একটি পুরো ফ্লোর শুধুমাত্র মেসির জন্য বুক করা হয়েছে। সূত্রের খবর, তিনি হোটেলের প্রেসিডেন্টশিয়াল স্যুইটে রয়েছেন।  এই স্যুইটটির প্রতিদিনের ভাড়া ৩.৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত। হোটেল কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে , মেসি সম্পর্কিত কোনও তথ্য যেন বাইরে না যায়।

কোটি টাকায় ‘মিট অ্যান্ড গ্রিট’

শোনা গিয়েছে দিল্লিতে মেসির জন্য একটি বিশেষ ক্লোজড-ডোর ‘মিট অ্যান্ড গ্রিট’ প্রোগ্রামও রাখা হয়েছে। সূত্র বলছে, কিছু কর্পোরেট গোষ্ঠী মেসির সঙ্গে দেখা করার জন্য প্রায় ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। অর্থাৎ, মেসির সঙ্গে একটি হ্যান্ডশেকের জন্য খরচ করা হচ্ছে কোটি টাকা পর্যন্ত!জানা গিয়েছে, আজ রাজধানীতে প্রধানমন্ত্রী মোদি, ভারতের প্রধান বিচারপতি, কয়েকজন  সাংসদ এবং কয়েকজন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হবে মেসির।  ক্রিকেটারদের সঙ্গে অলিম্পিক ও প্যারালিম্পিক পদকজয়ীরাও  থাকবেন। মেসির সঙ্গে সাক্ষাৎ হবে ক্রিকেটার রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভলিন থ্রো-তে স্বর্ণপদক জয়ী সুমিত আন্তিল, বক্সার নিখাত জারিন এবং হাই জাম্পার নিসাদ কুমারের মতো ভারতীয় ক্রীড়া তারকাদের সঙ্গে। সোমবার  সন্ধে ৬:১৫ নাগাদ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।  অন্যদিকে, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওর সঙ্গে এক ফ্রেমে ধরা দেনন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী। সচিন তেন্ডুলকর জার্সি উপহার দিলেন, মেসিও বল তুলে দেন সচিনের হাতে। হায়দরাবাদ, মুম্বইতে সম্ভব হলেও, কলকাতায় কেন হল না, তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এরই মধ্যে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনার তদন্ত কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। তদন্ত কমিটির সঙ্গে স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যপালও।