নয়াদিল্লি : অন্য এক মেয়ের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছিলেন প্রেমিক। সেই খবর জানতে পেরে প্রতিবাদ করতে গিয়ে ফল হল মর্মান্তিক। প্রেমিকের হাতে খুন হতে হল বছর ২৫-এর তরুণীকে। ঠান্ডা মাথায় ডেটা কেবল পেঁচিয়ে নিজের প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ ধাবার ফ্রিজারে লুকিয়ে রাখল অভিযুক্ত ! কয়েকদিন পর শেষমেশ উদ্ধার মৃতার দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


কাটেনি শ্রদ্ধাকাণ্ডের রেশ


যে খবর সামনে আসার পরই ফের একবার ছড়িয়েছে চাঞ্চল্য। ফের একবার শিরোনামে দিল্লি! রাজধানীর বুক কাঁপিয়ে দিয়েছিল কিছুদিন আগের শ্রদ্ধা ওয়ালকরের খুন। প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হতে হয়েছিল তরতাজা তরুণীকে। খুনের পর শ্রদ্ধার দেহ খণ্ড খণ্ড করে কেটে ফ্রিজে লুকিয়ে রাখার পর জঙ্গলে ফেলে দিতে গিয়ে শেষমেশ ধরা পড়েছিল তাঁর প্রেমিক তথা অভিযুক্ত আফতাব পুনাওয়ালা।


নজফগড়ের ধাবার ফ্রিজে উদ্ধার তরুণীর মৃতদেহ


রাজধানীর নজফগড়ের এক ধাবার ফ্রিজারে উদ্ধার হয়েছে ২৫ বছরের নিক্কি যাদবের দেহ। হরিয়ানার ঝাঝরের বাসিন্দা তরুণীর মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে ধাবার মালিক তথা নিক্কির প্রেমিক সাহিল গেহলটকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানিয়েছে, মৃতার দেহ দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন আগেই খুন করা হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন ধরে সম্পর্কে থাকলেও নিক্কিকে না জানিয়ে অন্য এক মহিলাকে বিয়ের পরিকল্পনা করে এগোচ্ছিল অভিযুক্ত। সেই খবর জানতে পেরে প্রশ্ন করার পরই এহেন মর্মান্তিক পরিণতি। নিজের প্রেমিকাকে ডেটা কেবলের তার জড়িয়ে পেঁচিয়ে খুন করেছে সাহিল বলেই মনে করছে পুলিশ। তরুণীর দেহ ফ্রিজার থেকে উদ্ধারের পর তা পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। 


৫ বছরের প্রেম, মর্মান্তিক পরিণতি


পুলিশের তরফে প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, কেন প্রেমিকাকে এভাবে খুন করল অভিযুক্ত তা নিয়ে স্পষ্ট করে কোনও তথ্য এখনও সে দেয়নি। তবে প্রেমের সমীকরণ বিঘ্ন ঘটার পরই ক্ষোভ-বিদ্বেষ থেকে এমন কাণ্ড বলেই প্রাথমিক ধারণা তাঁদের। ২০১৮ সালে সাহিল ও নিক্কির পরিচয়। একসঙ্গে পড়াশোনা করার মাঝে পরচিয় গড়ায় প্রেমে। তারপর দুজনে দিল্লিতে লিভ ইন করতেও শুরু করে। দুজনে একাধিক জায়গায় ঘুরে বেড়ানোর ছবি তথ্য প্রমাণ হিসেবেও মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গত ৮ বা ৯ ফ্রেব্রুয়ারি খুন করা হয়েছে নিক্কিকে। কয়েকদিন ধরে নিক্কির খোঁজ না পেয়ে তাঁর কয়েকজন বান্ধবী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। যারপরই সামনে আসে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনা। 


আরও পড়ুন- রক্তাক্ত ভূস্বর্গ, ছিন্নভিন্ন জওয়ানদের দেহ, মৃত্যুমিছিল, ৪ বছর আগে ঠিক কী ঘটেছিল পুলওয়ামায়?