নয়াদিল্লি:   লকডাউনের তৃতীয় দফা শুরু হতেই কনটেনমেন্ট জোনের বাইরে বিভিন্ন জায়গায় খুলে গেছে মদের দোকান। কেন্দ্রীয় নির্দেশিকাতেই শর্তসাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার মদের দোকান খোলার সঙ্গে সঙ্গেই সুরাপ্রেমীরা ভিড় জমান। বিশাল লাইন চোখে পড়ে দোকানগুলির সামনে। কোথাও কোথাও সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলেই শুরু হয় সুরা কেনা-বেচা।
এদিন দিল্লির চান্দের নগরে ধরা পড়ল এক মজার ছবি। এক ব্যক্তিকে দেখা গেল, প্যাকেট থেকে ফুল বার করে লাইনে অপেক্ষারত ক্রেতাদের মাথায় ফুল ছুড়তে।

তাঁর এই অদ্ভূত কাণ্ড দেখে লোকে জিগ্যেস করে, তিনি এমন কেন করছেন! তাঁর উত্তর, 'আপনারাই দেশের অর্থনীতি...সরকারের কাছে কোনও টাকা নেই!'
তাঁর এই কথার মধ্যে যে তীক্ষ্ম শ্লেষ লুকিয়ে আছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।