Delhi News: দিল্লির স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে অভিযোগ যেন শেষই হচ্ছে না। যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। এখনও ধরা পড়েননি তিনি। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারি এড়াতে তিনি নাকি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি মোবাইল কিংবা অন্য কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটও ব্যবহার করছেন না অভিযুক্ত। ফলে তাঁকে খুঁজে পাওয়া এক প্রকার দুষ্কর হয়ে উঠেছে। লুক আউট নোটিস জারি হয়েছে দিল্লির এই 'বাবা'-র বিরুদ্ধে। সেই সঙ্গে পুলিশের একাধিক টিম অভিযুক্তকে খুঁজে বের করার জন্য টেকনিক্যাল সার্ভিলিয়েন্সের সাহায্য নিচ্ছে। সূত্রের খবর, শুধু মহিলাদের শারীরিক ভাবে নির্যাতন করাই নয়, দিল্লির বসন্ত কুঞ্জের ওই প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তির নয়ছয়ও করতেন তিনি। প্রতিষ্ঠানের সম্পত্তি মোটা টাকায় বিক্রি করে দিয়েছিলেন প্রাইভেট সংস্থাকে। তারপর এইসব টাকা নিয়ে বিলাসবহুল গাড়ি কিনতেন তিনি। 

Continues below advertisement

অভিযোগ, নিজের ফোনের সঙ্গে প্রতিষ্ঠানের হস্টেলের সিসিটিভির সংযোগ করে রেখেছিলেন অভিযুক্ত। এমনকি মহিলাদের ঘরে লুকিয়ে রাখতেন ক্যামেরা। বাথরুমের বাইরেও নাকি লাগানো ছিল ক্যামেরা। অভিযুক্তের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেখানে এক ছাত্রী দাবি করেছেন তিনি হস্টেলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। স্বামী চৈতন্যনন্দ তাঁর এক্স-রে রিপোর্ট দেখতে চান। ছাত্রী স্বাভাবিক সময়ে মেসেজ করলেও জবাব আসে খুব অদ্ভুত সময়ে। সেই সঙ্গে স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওই ছাত্রীকে আপত্তি করে মেসেজ করেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগ, "Baby," "I love you," "I adore you," - এইসব লেখা হয়েছিল মেসেজে। ছাত্রী জবাব না দেওয়ায় তাঁকে আবার মেসেজ ট্যাগ করে জিজ্ঞেস করা হয় বলেও অভিযোগ। এমনকি ছাত্রীর অভিযোগ প্রতিষ্ঠানের উচ্চস্তরের কয়েকজনকে জানিয়েও লাভ হয়নি। উল্টে শুনতে হয়েছে ছাত্রীর নাকি জবাব দেওয়া উচিৎ ছিল, অভিযোগ এমনই। এরপর ওই সমস্ত চ্যাট মুছে ফেলার হুমকিও দেওয়া হয়। অর্থাৎ একপ্রকার মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানো হয়, চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ছাত্রীর অভিযোগ, অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ তাঁকে বলেছিলেন 'ওই মেসেজের' জবাব না দিলে রেজাল্টে নম্বর কমিয়ে দেওয়া হবে। 

রাতবিরেতে ছাত্রীদের ঘরে ডেকে পাঠানো, জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা, অশালীন ভাষায় আপত্তিকর মেসেজ পাঠানো, জবাব না দিলে বারবার বিরক্ত করা, ছাত্রীদের রূপ-চুল নিয়ে উক্তি করা... দিল্লির 'বাবা'- র বিরুদ্ধে আর কত অভিযোগ যে প্রকাশ্যে আসছে, তা স্পষ্ট নয় এখনও। 

Continues below advertisement