কলকাতা: প্রবল বৃষ্টিতে তোলপাড় দেশের রাজধানী। টানা বৃষ্টিতে বেহাল হয়েছে দিল্লির (Delhi Rain) একাধিক এলাকা। বুধবার সন্ধেবেলায় ভারী বৃষ্টির জেরে চাঁদনি চকের সদর বাজারে এক ব্য়ক্তি আটকে পড়েছিলেন বলে সূত্রের খবর। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিপুল পরিমাণ মেঘ রয়েছে দিল্লির আকাশের উপর। বৃষ্টির কারণে দিল্লিমুখী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।


প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দিল্লি সরকার (Delhi School Shutdown)। দিল্লির আপ সরকারের শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা বুধবার X হ্যান্ডেলে পোস্ট করেছেন, 'অতিভারী বৃষ্টির কারণে এবং আগামীকালও অতিবৃষ্টির পূর্বাভাসের কারণে আগামীকাল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সব স্কুল বন্ধ থাকবে।'


 



বৃষ্টির কারণেই দিল্লির একাধিক জায়গায় জল জমেছে। কদিন আগেই এই বৃষ্টির জেরে বেসমেন্ট জলে ভেসে গিয়ে রাজিন্দর নগরে একটি কোচিং সেন্টারে মারা গিয়েছিলেন ৩ জন। যে রাস্তায় ওই কোচিং সেন্টার ছিল, সেই রাস্তা ফের কোমর-জলে ভেসেছে।


পরিস্থিতির কথা বিচার করে দিল্লির সব আধিকারিকদের সতর্ক থাকার কথা জানিয়েছেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। যে যে এলাকায় জল জমে, বিশেষ করে যে এলাকাগুলিতে কোচিং সেন্টার রয়েছে- সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন। 


 






রাজধানীতে প্রবল বৃষ্টির কারণে একাধিক এলাকায় বিপর্যস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। ITO জাংশান, কনট প্লেস, মিন্টো রোড, মোতি বাগের ট্রাফিকের অবস্থা বেশ খারাপ।  মিন্টো ব্রিজের নীচের আন্ডারপাস-সহ আরও বেশ কিছু আন্ডারপাস বন্ধ হয়ে গিয়েছে। চাঁদনি চকের মতো ব্য়স্ত এলাকা ভেসে গিয়েছে। রাজধানীর একাধিক এলাকায় উপরে পড়েছে গাছ। চিন্তা বাড়িয়ে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণের কথা জানায়নি আবহাওয়া দফতর।


 



 ধাক্কা বিমান চলাচলে:
এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, স্পাইস জেট- সহ একাধিক বিমান সংস্থা বৃষ্টির কারণে বিমান চলাচলে সমস্যার কথা জানিয়েছে। বেশ কিছু বিমানের অভিমুখ ঘোরানোর কথা জানানো হয়েছে। সব যাত্রীদের আগে বেরনোর জন্য এবং বিমানের আপডেটের দিকে চোখ রাখতে বলা হয়েছে।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?