Realme Phones: রিয়েলমি ১৩ প্রো সিরিজের (Realme 13 Pro Series) দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। একটি বেস বা ভ্যানিলা মডেল রিয়েলমি ১৩ প্রো (Realme 13 Pro)। অন্যটি রিয়েলমি ১৩ প্রো প্লাস (Realme 13 Pro Plus) ফোন। এই প্রো মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট যার দাম ৩৬,৯৯৯ টাকা। এমারেল্ট গ্রিন এবং মনেট গোল্ড- এই দুই রঙে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে।
রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে।
- এই ফোনের স্ক্রিন আসলে একটি AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি অক্টা-কোর ৪এনএম প্রসেসর রয়েছে এই ফোনে।
- রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত) আরও একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
- এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরে যুক্ত রয়েছে এআই ফিচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত আধুনিক ফিচারের সাপোর্ট।
- রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য।
- এই ফোনে SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- বিএসএনএল- এর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান, মেয়াদ প্রায় ৪ মাস, আর কী কী সুবিধা রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।