কলকাতা: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। সেখানেই ভরা বর্ষণের মাঝে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটল। পূর্ব দিল্লির গাজিপুরা এলাকায় বৃষ্টির জলে টইটুম্বুর নালায় পড়ে মৃত্যু হল মা ও শিশুর।


গাজিপুরায় এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ২২ বছরের তরুণী মা এবং তাঁর ৩ বছরের শিশুপুত্রের। ANI-সূত্রের খবর, নিহত মহিলার নাম তনুজা, তাঁর শিশুপুত্রের নাম প্রিয়াংশ। তাঁরা গাজিয়াবাদের প্রকাশ নগর খোডা কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধেয় এই ঘটনার খবর মেলার সঙ্গে সঙ্গেই পুলিশ পৌঁছয় ওই এলাকায়। পূর্ব দিল্লির ডিসিপি অপূর্বা গুপ্ত এএনআই-কে জানিয়েছেন, গতকাল রাত সাড়ে আটটায় একটি পিসিআর কল পাওয়া যায়। খোডা কলোনিতে একটি নালায় এক মা ও শিশু পড়ে গিয়েছে। তিনি বলেন, 'আমরা দেহ উদ্ধার করেছি। তদন্তে জানা গিয়েছে ২২ বছরের এক মহিলা ও তাঁর ৩ বছরের পুত্র মারা গিয়েছেন। তাঁরা বাজারে গিয়েছিলেন, ফেরার সময়ে জমা জলের রাস্তায় নর্দমা চিনতে না পেরে তাঁরা সেখানে পড়ে যান।' এএনআই সূত্রের খবর, প্রশাসন জানিয়েছে ওই নর্দমা বা নালা ১৫ ফুট গভীর এবং ৬ ফুট চওড়া। 


এনডিটিভি সূত্রের খবর, ওই নর্দমায় পড়ে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পরে তাঁদের দেহ উদ্ধার হয়। যেখানে পড়ে গিয়েছিলেন সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূর থেকে উদ্ধার হয়। এনডিটিভির প্রতিবেদন সূত্রের খবর,  তনুজার স্বামী গোবিন্দ সিংহ নয়ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন তিনি অফিসে ছিলেন। উদ্ধারকাজ দ্রুত হলে তাঁর স্ত্রী-পুত্র বেঁচে যেত বলে অভিযোগ শোকগ্রস্ত গোবিন্দর। এনডিটিভির প্রতিবেদনে দাবি, নিহত তনুজার আত্মীয় বলেছেন যখন দেহ উদ্ধার হয় তখন না কি দেখা যায় তখনও ছেলেকে আঁকড়ে ছিলেন তনুজা।



আরও মৃত্যু:
দিল্লির বিন্দাপুরে ১২ বছরের এক বালক তড়িদাহত হয়ে মারা গিয়েছে। একটি পাঁচিলের ধার ঘেঁষে হাঁটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় তড়িদাহত হয় ওই বালক। পরে তার মৃত্যু  হয়। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: মৃত্যুপুরী ওয়েনাড! ২৫০ ছুঁইছুঁই মৃত্যু, মাটি সরিয়ে চলছে প্রাণের খোঁজ