নয়াদিল্লি: ভাঁড়ারে কোভিশিল্ডের মাত্র ৩ দিনের স্টক বাকি রয়েছে। তাই শীঘ্রই দিল্লিতে বন্ধ হয়ে যেতে পারে টিকাকরণ। আম আদমি পার্টির সাংসদ অতিশি জানিয়েছেন, আগামী সপ্তাহেই ১৮-৪৪ বছর বয়সিদের টিকাকরণ বন্ধ হয়ে যাবে।
সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একটি সাংবাদিক বৈঠকে বিষয়টি জানিয়েছেন, চলতি মাসে ১৮-৪৪ বছর বয়সিদের জন্য কেন্দ্র দিল্লিকে কোনও টিকা সরবরাহ করবে না। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে টিকাকরণ চালু রাখতে কেন্দ্রকে তিনটি প্রস্তাবও দিয়েছে দিল্লি সরকার। যদিও কেন্দ্র সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এখনও কোনও জবাব দেয়নি বলেই জানিয়েছেন তিনি।
গত রবিবার অর্থাৎ ১৬ মে রাতেই ওই চিঠি এসেছে দিল্লি সরকারের কাছে। চিঠির বয়ান অনুযায়ী, তাতে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, মে মাসে দিল্লিকে ৩ লক্ষ ৮৩ হাজার টিকা সরবরাহ করবে কেন্দ্র। তবে এর পুরোটাই ৪৫ উর্ধ্বদের জন্য। চলতি মাসে ১৮-৪৪ বছর বয়সিদের জন্য কোনও টিকা দেওয়া হবে না দিল্লিকে।
যদিও মঙ্গলবারে করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, রাজ্যগুলিতে টিকার অপচয় বন্ধ করতে হবে। পাশাপাশি দেশে টিকার জোগান বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, দিল্লিতে ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, টিকার ডোজ প্রায় শেষ হয়ে গিয়েছে দিল্লিতে। তাই গত বৃহস্পতিবার অর্থাৎ ১৩ মে থেকে থেকে ১৮-৪৪ বছর বয়সিদের কোভ্যাক্সিন টিকাকরণ হচ্ছে না। দিল্লির সরকার জানিয়ে দিয়েছে, জোগান কম থাকার কারণে যাদের বেশি প্রয়োজন আপাতত শুধু তাঁরাই কোভ্যাক্সিন পাবেন। অর্থাৎ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ৪৫ ঊর্ধ্বদেরই দেওয়া।