নয়াদিল্লি : টানা ছয় দিন বিষাক্ত ধোঁয়াশায় ঢাকা রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে হঠাৎই শীতকালীন ছুটি ঘোষণা দিল্লির স্কুল। আগামী ৯ থেকে ১৮ নভেম্বর বন্ধ থাকবে দিল্লির সমস্ত স্কুল । এমনই নির্দেশিকা জারি করেছেন শহরের শিক্ষা অধিকর্তা। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, প্রতিকূল আবহাওয়া থেকে এখনই বিরাম নেই।


দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন - শিক্ষামন্ত্রী অতিশী, পরিবহনমন্ত্রী কৈলাশ গহলৌত ও দিল্লির সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। যে ছুটি ডিসেম্বর-জানুয়ারি মাসে দেওয়া হয়, বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভাবে তা এগিয়ে আনা হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির ছুটির সঙ্গে যা পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। 


সোমবার পরিবেশ মন্ত্রী ঘোষণা করেন, দিল্লির সমস্ত স্কুলে সশরীরে ক্লাস সাসপেন্ড করা হয়েছে। মারাত্মক দূষণের কারণে শুক্রবার পর্যন্ত তা বাতিল রাখা হচ্ছে। তবে, টেন ও টুয়েলভের ক্লাস হবে। প্রসঙ্গত, দিল্লির বাতাসে যে বিষাক্ত দূষণের বাতাবরণ তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। কিন্তু, সেঅর্থে এখনও সেরকম সাফল্য মেলেনি। আজ সকালেই AQI-এর মাত্রা ছিল ৪২১। মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ছিল ৩৯৫। নয়ডায় AQI-এর মাত্রা ছিল ৪০৯ ও গুরুগ্রামে ৩৭০।


দূষণ রুখতে এই মুহূর্তে দিল্লিতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। Graded Response Action Plan-এর চতুর্থ ধাপ লাগু করা হয়েছে। ডিজেল চালিত ট্রাক ও নির্মাণকাজ বাতিল করা হয়েছে। এর পাশাপাশি জোড়-বিজোড় নিয়ম ফের ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। যে অনুযায়ী, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা অনুযায়ী গাড়ির গতিপথ নিয়ন্ত্রণ করা হবে। দীপাবলির পর এক সপ্তাহের জন্য এই নিয়ম লাগু করা হবে। কিন্তু, এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। তবে, আজকের বৈঠকের আগে, দিল্লির শাসক দল আম আদমি পার্টি সিদ্ধান্ত নিয়েছিল, সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে সিদ্ধান্ত শীর্ষ আদালতের নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার পরই পুনরায় প্রয়োগ করা হবে।


এদিকে দিল্লিতে দূষণের প্রকোপের জন্য পড়শি রাজ্য পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছে। সেই ধোঁয়া এবং কুয়াশা মিশে তৈরি ধোঁয়াশার বিস্তৃতি এবার চোখে পড়ল পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, বাংলার উপরও তার ছায়া পড়ছে। নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে তা স্পষ্ট ধরা পড়েছে। NASA-র ওয়র্ল্ডভিউ স্যাটেলাইট ওই ছবি তুলেছে, যাতে পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিষাক্ত ধোঁয়াশায় আকাশ ঢেকে থাকতে দেখা গিয়েছে।