নয়াদিল্লি: দিল্লির (Delhi) স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat)! বুধবার সকালে সাদিক নগরের ওই স্কুলে ই-মেল মারফৎ জানানো হয়, যে স্কুল-চত্বরে বোমা লুকনো আছে!মেল পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্কুল খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। গোটা স্কুল চত্বরে তল্লাশি চালায় সোয়াট টিম। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও। বিকেল পর্যন্ত স্কুলে বোমার হদিশ মেলেনি।
দক্ষিণ দিল্লির সাদিক নগরের একটি স্কুলে বুধবার বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের কাছে ই-মেল মারফৎ জানানো হয় যে স্কুলে বোমা রয়েছে। তারপরেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। বম্ব স্কোয়াড ও SWAT টিম পৌঁছয় স্কুলে। খালি করে দেওয়া হয় স্কুল। পুলিশের তরফে জানানো হয়েছে, টানা তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। পুরো ঘটনাটাই গুজব বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
খবর পওয়া মাত্রই BDT, BDS টিম পাঠানো হয়। স্পেশাল সেল এবং স্পেশাল ব্রাঞ্চকে জানানো হয়। SWAT টিম-কে দিয়ে গোটা স্কুল তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়। সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই ঘটনা জানতে পেরেই পড়ুয়াদের নেওয়ার জন্য হুড়োবুড়ি পড়ে যায়। স্কুলের বাইরে বিপুল ভিড় জমে যায়।
কী ছিল ওই ই-মেলে:
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন সকালে স্কুলের মেল অ্যাড্রেসে যে ই-মেল এসেছিল। সেখানে লেখা ছিল, 'স্কুলে শক্তিশালী বোমা রাখা রয়েছে। স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের ক্ষতি হতে পারে। এখুনি স্কুল ছেড়ে বেরিয়ে যাওয়া হোক।'
ওই ই মেল পেতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্কুলের তরফে অভিভাবকদের জানানো হয় দ্রুত এসে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যেতে। নিরাপত্তার খাতিরে বাচ্চাদের নিয়ে যেতে বলা হয়েছিল। সেই কারণেই অভিভাবকদের মনে আতঙ্ক ছড়ায়।
গত বছরের নভেম্বরেই ওই স্কুলেই এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। সূত্রের খবর, এবারের মেল অন্য একটি ই-মেল আইডি থেকে এসেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মেল আইডি-টি খতিয়ে দেখা হচ্ছে। আইপি অ্যাড্রেস এবং অন্য় তথ্য় খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে সম্পর্ক নেই জোটের, বার্তা সৌগতর