নয়াদিল্লি: মরশুমের শীতলতম দিনে ঠান্ডায় কাঁপছে রাজধানী। শনিবার সেখানকার তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আরও নেমে এসেছে আজ। হাড় কাঁপানো এই ঠান্ডায় দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় আগামী কয়েক দিন ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানানো হয়েছে তাতে। মৌসম ভবন জানিয়েছে, শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। (Delhi Temperature Today০


শুক্রবার রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডার পাশাপাশি রাজধানী এবং সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহের দাপটও রয়েছে। দিল্লিগামী ১৮টি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে ঘন কুয়াশার জেরে। দৃশ্যমানতা একধাক্কায় নেমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। কুয়াশার জেরে একাধিক বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়েছে। (Coldest Day in Delhi)


মৌসব ভবন জানিয়েছে, শনিবার ভোর ৫.৩০টায় দিল্লির সফদরজংয়ে দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। দৃশ্যমানতা কমে ০ থেকে ৫০ মিটার হলে অতি ঘন কুয়াশার প্রকোপ এবং দৃশ্যমানতা ৫১ থেকে ২০০ মিটার থাকলে, ঘন কুয়াশার প্রকোপ বলে ধরা হয়। এদিন সকাল হওয়ার পরও ঘন কুয়াশার চাদর মুড়ে রাখে গোটা রাজধানীকে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়ার দাপটে ঘরের বাইরে বেরনোর সাহস পাননি দিল্লিবাসীর একাংশ। এদিন সকাল ৯টা নাগাদ দিল্লির বাতারে গুণমান সূচক ছিল ৩৬৫-তে, অর্থাৎ অত্যন্ত অস্বাস্থ্যকর।



আরও পড়ুন: Anurag In Kolkata: 'দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার', কলকাতায় এসে নিশানা অনুরাগ ঠাকুরের


লিখিত বিবৃতি জারি করে এদিন মৌসম ভবন জানায়, 'পঞ্জাব, উত্তরপ্রদেশের একাধিক জায়গায় অতি ঘন কুয়াশার প্রকোপ রয়েছে। হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার অসম, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ঘন কুয়াশার প্রকোপ রয়েছে। রাজস্থানের বেশ কিছু জায়গা ঢাকা ছিল কুয়াশায়। উত্তরপ্রদেশের পশ্চিম অংশেও কয়েছে কুয়াশার প্রকোপ'।


দিল্লির পাশাপাশি, পড়শি রাজ্য পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে লাল এবং হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শৈত্যপ্রবাহ এবং কুয়াশার প্রকোপ থাকতে পারে বলে জানানো হয়েছে। রাজস্থানেও সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনম দিন রাজধানীতে শৈত্যপ্রবাহের প্রকোপ থাকবে এবং তাপমাত্রা আরো নামতে পারে বলেও জানিয়েছে মৌসম ভবন। দিল্লির জন্য আগামী তিন দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে।