নয়াদিল্লি: ফের আনলকের পথে হাঁটল দিল্লি। সোমবার থেকে খুলে যাচ্ছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান। এবার থেকে অডিটোরিয়ামে ৫০ শতাংশ জমায়েতের অনুমতি দিয়েছে কেজরিওয়ালের সরকার।


রাজধানীতে কোভিডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই একে একে আনলকের পথে হেঁটেছিল দিল্লি। খুলে দেওয়া হয় মেট্রো, বাজার, শপিং মল। এবার নতুন আনলক নিয়ম মেনে সোমবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ছাড়াও স্টাফরা আগামীকাল থেকে উপস্থিত থাকতে পারবেন সেখানে। যদিও এখনই ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছাত্রদের অনলাইন ক্লাস নেওয়ার জন্যই শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুমতি দেওয়া হয়েছে। নোটিফিকেশেন জারি করে এই খবর জানিয়েছে দিল্লি সরকার।


এখানেই শেষ নয়। এবার থেকে স্কিল ট্রেনিং প্রোগামের জন্য দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতরের কাছ থেকে অনুমতি নিতে হবে না পুলিশ ও সেনাকে। অনুমতি ছাড়াই এই ক্লাস চালিয়ে যেতে পারবে তারা। পাশাপাশি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ৫০ শতাংশ জমায়েত করা যাবে। তবে আগের মতোই বন্ধ থাকবে স্পা, রাজনৈতিক , সামাজিক, ধর্মীয় জমায়েত।


গত সপ্তাহেই দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেয়। তবে এ ক্ষেত্রে কেবল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিয়োগিতায় নামবেন এমন ক্রীড়াবিদদেরই অনুশীলনের অনুমতি দেওয়া হয়। যদিও স্টেডিয়ামে সাধারণ দর্শকের ঢোকার অনুমতি নেই। 


করোনা ভাইরাসের নিষেধাজ্ঞার জেরে মেট্রো রেল ও বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে। যদিও দিল্লি মেট্রো খোলার দিনই নিয়ম ভাঙেন যাত্রীরা। কোভিড প্রোটোকলকে উপেক্ষা করে শুরু হয় মেট্রো যাত্রা। গত ১৯ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটে দিল্লি। পরবর্তীকালে একে একে আনলক পর্ব শুরু হয় রাজধানীতে।গত ১১ দিন ধরে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে রয়েছে। বর্তমানে দিল্লিতে ৭৯২ টি সক্রিয় করোনা কেস রয়েছে। দিল্লির কোভিড পজিটিভিটি রেট ০.০৯ শতাংশ।