লন্ডন: ফুটবলের সুপার সানডে। রবিবার ভোরে কোপা আমেরিকার রোমাঞ্চকর ফাইনালে ব্রাজ়িলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা। এবার পালা ইউরো ফাইনালের। ভারতীয় সময় রবিবার রাত সাড়ে বারোটায় ইউরো কাপের ফাইনালে রবার্তো মানচিনির ইতালির সামনে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।
শেষ হাসি কার জন্য তোলা থাকবে? প্রথমবার ইউরো কাপের খেতাব উঠবে ইংল্যান্ডের হাতে? নাকি পাঁচ দশকের খরা কাটিয়ে ট্রফি পুনরুদ্ধার করবে ইতালি? ছবিটা স্পষ্ট হয়ে যাবে রবিবার রাতেই।
এই প্রথমবার ইউরো কাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারলে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর ফের কোনও বড় ট্রফি ঘরে তুলবে ব্রিটিশ বাহিনী। অন্যদিকে ইতালি ১৯৬৮ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। ওই একবারই ইউরোর খেতাব ঘরে তুলেছিল আজ্জুরি শিবিরে। তবে বড় ট্রফি জেতার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছে ইতালি। এছাড়াও ২০০২ ও ২০১২ সালে ইউরোর এবং ১৯৭০ ও ১৯৯৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
ইউরো কাপের ফাইনালের আগে দেখে নেওয়া যাক ইতালি ও ইংল্যান্ড, দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ইতিহাস। এখনও পর্যন্ত ইতালি ও ইংল্যান্ড, দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ৩০ বার। তার মধ্যে ১১ ম্যাচে জিতেছে ইতালি। ৮ ম্যাচে জিতেছে ইংল্যান্ড। বাকি ১১ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। রেকর্ডবুক ধরলে, ইউরো ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে।
দুই দলের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। সেই ম্য়াচ ড্র হয়েছিল। জেমি ভার্ডির গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে গোল করে ম্যাচে সমতা ফেরান লোরেঞ্জো ইনসাইনে।
কখন, কোথায় দেখবেন ম্যাচ: ইতালি বনাম ইংল্যান্ড খেলা শুরু রাত ১২.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।