নয়াদিল্লি: দিল্লির সাম্প্রতিক হিংসা, অশান্তিতে ক্ষতিগ্রস্ত কিছু লোকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেছেন, যেসব রাজনীতিক ও লোকজনের উসকানিমূলক, ঘৃণাছড়ানোর ভাষণের জেরে হিংসার সূত্রপাত হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি এস এ বোবদের এজলাসে দ্রুত এই পিটিশন শুনানির জন্য তালিকাভুক্ত করার আর্জি পেশ করা হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বুধবার ৪ মার্চ আবেদনের শুনানি করবে তারা।
আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কলিন গনজালভেস শীর্ষ আদালতের বেঞ্চকে বলেন, এখনও দিল্লির হিংসায় লোকজন মরছে। তা সত্ত্বেও এ নিয়ে আবেদন-আর্জির শুনানি চার সপ্তাহ পিছিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বেঞ্চের তরফে তাঁকে বলা হয়, দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণের ক্ষমতা আদালতের নেই, এটা প্রশাসন, সরকারের কাজ। বেঞ্চ মন্তব্য করে, আমরাও শান্তি কায়েম হওয়ার পক্ষপাতী, কিন্তু নিশ্চয়ই জানেন, কিছু সীমাবদ্ধতা আছেই। এ ধরনের চাপের পরিস্থিতি মোকাবিলার কাঠামো আদালতের নেই। আমরাও খবরের কাগজ পড়ি, কী ধরনের মন্তব্য করা হয়, দেখি।
গনজালভেস বলেন, দিল্লি হাইকোর্টের বিষয়টির শুনানি চার সপ্তাহ পিছিয়ে দেওয়া ঠিক হয়নি। মানুষ মরছে, তখন কেন হাইকোর্ট দ্রুত শুনানি করতে পারে না। তিনি মঙ্গলবারই শুনানির জন্য পিটিশনটি তালিকাভুক্ত করার আবেদন করেন।
দিল্লি হিংসায় ঘৃণা-ভাষণের জন্য এফআইআর চেয়ে পিটিশন, বুধবার শুনানি সুপ্রিম কোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 09:34 PM (IST)
আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী কলিন গনজালভেস শীর্ষ আদালতের বেঞ্চকে বলেন, এখনও দিল্লির হিংসায় লোকজন মরছে। তা সত্ত্বেও এ নিয়ে আবেদন-আর্জির শুনানি চার সপ্তাহ পিছিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -