নয়াদিল্লি: তাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন মা! এমনই অভিযোগ করল দিল্লির বাওয়ানা অঞ্চল থেকে উদ্বার হওয়া ১৫ বছরের কিশোরী। রবিবার দিল্লির মহিলা কমিশনের তরফে জানানো হয়, কেবল ওই কিশোরীই নয়, তার এক বছরের ভাইকেও বিক্রি করে দিয়েছেন মা।

ওই কিশোরী কমিশনকে জানায়, গত সপ্তাহে মা তাকে সঙ্গে নিয়ে নিজের বোনের বদরপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাস্তায় পথ বদলে তাকে নিয়ে যান নিজামুদ্দিনের একটি হোটেলে। তাকে এক ব্যক্তির কাছে রেখে অন্য কোথাও যাওয়ার অজুহাত দেন। বলে যান, ওই ব্যক্তিই বাড়ি পৌঁছে দেবে তাকে। কিন্তু সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও অন্যান্য মেয়েরা ছিল বলে জানায় সে। ওই ব্যক্তি কিশোরীকে বিয়ের পোশাক দিয়ে বলে, ‘তৈরি হয়ে নিতে’। আপত্তি করলে তাকে জানানো হয়, এক লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছেন তার মা-ই। এরপর কোনওমতে সেখান থেকে পালিয়ে নিজের এলাকায় আসে মেয়েটি। সেখানে সে প্রতিবেশীদের সব কথা বলে তাদের থেকে সাহায্য চায়। প্রতিবেশীরাই তাকে তুলে দেয় মহিলা কমিশনের হাতে।

মা, সৎ বাবা ও চার ভাই বোনের সঙ্গে থাকত ওই কিশোরী। সে আরও বলে, ঋণের দায়ে ডুবে ছিলেন মা। ঋণশোধ করতেই এই পদক্ষেপ বলে অনুমান।

পুলিশ এই ঘটনায় মামলা রুজু করলেও এখনও অবধি কাউকে আটক করা হয়নি।