নয়াদিল্লি: নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় পাকিস্তান সফরে যেতে নারাজ শ্রীলঙ্কার ১০ জন প্রথমসারির ক্রিকেটার। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দফতর থেকে ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে, পাকিস্তান সফরে দলের উপর হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি-ও পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের জন্য নিরপেক্ষ কোনও দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারির নাম ঘোষণার আগে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে চাইছে।
এর আগে ২০১৫ সালে যখন জিম্বাবোয়ের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলেছিল পাকিস্তান, তখন কোনও নিরপেক্ষ দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করেনি আইসিসি। এবারও সেরকমই হতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখন পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছে। সফরের পরিকল্পনাও বদল করতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে পিসিবি কোনও নিরপেক্ষ দেশে এই সিরিজ সরিয়ে নিয়ে যেতে নারাজ।
শ্রীলঙ্কার পাকিস্তান সফরে বিদেশি আম্পায়ারদের নাম ঘোষণার আগে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবে আইসিসি
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2019 11:35 AM (IST)
এর আগে ২০১৫ সালে যখন জিম্বাবোয়ের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ খেলেছিল পাকিস্তান, তখন কোনও নিরপেক্ষ দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করেনি আইসিসি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -