নয়া দিল্লি : করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে রয়েছে মূলত ডেল্টা ভ্যারিয়েন্ট। ৮০ শতাংশের বেশি নতুন সংক্রমণ হয়েছে এই ভ্যারিয়েন্টের জেরে। একথা বললেন ভারতের সার্স কোভ-২ জেনোমিকস কনসর্টিয়ামের কো-চেয়ারম্যান এন কে আরোরা। এর পাশাপাশি তিনি সতর্ক করে দেন, যদিও আরও সংক্রামক নতুন কোনও ভ্যারিয়েন্ট আসে, তাহলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। 


আগের ভ্যারিয়েন্ট আলফার থেকে এই ভ্যারিয়েন্টের ৪০ থেকে ৬০ শতাংশ সংক্রমণ ক্ষমতা আছে। ব্রিটেন, আমেরিকা ও সিঙ্গাপুর সহ বিশ্বের ৮০টির বেশি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। 


৫৫ থেকে ৬০টি ক্ষেত্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিস মিলেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশে সহ দেশের ১১টি রাজ্যে এই সংক্রমণ দেখা গেছে। তবে, এর সংক্রমণ ক্ষমতা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তাছাড়া এই ভ্যারিয়েন্টের ভ্যাকসিন প্রতিহত করার ক্ষমতাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এন কে আরোরা। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি থেকে একথা জানা গেছে।


এন কে আরোরা জানান, ২০২০-র অক্টোবরে ভারতে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে এই ভ্যারিয়েন্টের জেরেই দ্বিতীয় ঢেউ এসেছে দেশে। করোনার নতুন ৮০ শতাংশের বেশি সংক্রমণের জন্য দায়ীও এই ভ্যারিয়েন্ট। 


মহারাষ্ট্রে প্রথম এই ভ্যারিয়েন্ট দেখা গিয়েছিল। পরে এটা উত্তরের দিকে চলে যায়। এর পাশাপাশি দেশের পশ্চিম দিকের রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়ে। এর পর থাবা বসায় মধ্যভারত এবং পূর্বের রাজ্যগুলিতে। তবে এন কে আরোরা জানিয়েছেন, আইসিএমআর যে গবেষণা চালিয়েছে, সেই অনুযায়ী, সাম্প্রতিক যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা ডেল্টা ভ্য়ারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর।


এর পাশাপাশি এন কে আরোরা সতর্ক করে দেন, যদি নতুন কোনও আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট আসে, তাহলে ,সংক্রমণ আরও বাড়তে পারে। উল্লেখ্য, দেশে এখনও দ্বিতীয় ঢেউ চলছে। এই পরিস্থিতির মোকবিলার জন্য সকলকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কোভিড বিধি মেনে চলার কথা বলা হচ্ছে বারবার।