নয়াদিল্লি: ফের বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT). দশম শ্রেণির পাঠ্যবইয়ে আরও কাটছাঁট করল তারা। পাঠ্যবই থেকে বাদ গেল পর্যায় সারণী, গণতন্ত্র, শক্তির উৎসের মতো বিষয় (Textbooks)। অর্থাৎ সরকার প্রদত্ত পাঠ্যবইয়ে এই বিষয়গুলি আর থাকবে না। পড়ুয়াদের ভার লাঘব করতেই ওই সংক্রান্ত অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে বলে যুক্তি দিয়েছে NCERT.


এর আগে, চলতি বছরের শুরুতে দশম শ্রেণির বিজ্ঞান বই থেকে বিবর্তন তত্ত্বের অধ্যায় বাদ দেয় NCERT. সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। এ বার দশম শ্রেণির নয়া যে পাঠ্যবই প্রকাশ করেছে তারা, তাতে আরও ব্যাপক কাটছাঁট করা হয়েছে। দশম শ্রেণির বিজ্ঞানের বই থেকে বাদ গিয়েছে পরিবেশের ধারণক্ষমতা, প্রাকৃতিক সম্পদ এবং শক্তির উৎসের অধ্যায় (Textbook Rationalisation)। 


গণতন্ত্রের উপর যে গোটা অধ্যায় ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে দশম শ্রেণির পাঠ্যবই থেকে।গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী বাধা আসতে পারে, রাজনৈতিক দলগুলির ভূূমিকার মতো বিষয়ও তার অন্তর্ভুক্ত ছিল। ভারতের ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত, আন্দোলনের অধ্যায়ও বাদ দেওয়া  হয়েছে।


আরও পড়ুন: Rahul Gandhi: 'হ্যালো. মি মোদি', ফোনের সামনে কেন মোদি-নাম নিলেন রাহুল?


NCERT-র দাবি, নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতিতে পড়ুয়াদে ভার লাঘব করাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। উপরিউক্ত অধ্যায়গুলি বাদ দেওয়া নিয়ে তাদের বক্তব্য, 'কিছু অধ্যায় অত্যন্ত কঠিন, একটির ঘাড়ে একটি চাপানো, বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে অপ্রাসঙ্গিকও'। 


বেছে বেছে ওই অধ্যায়গুলি বাদ দিলেও, NCERT-র দাবি, দশম শ্রেণির পাঠ্যবই থেকে যদিও বা বাদ দেওয়া হয়েছে, পড়ুয়ারা চাইলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ওই বিষয়গুলি পড়তে পারবেন। সেক্ষেত্রে ওই বিষয়গুলিকে বেছে নিতে হবে তাঁদের। কিন্তু তাদের এই যুক্তি নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় শিক্ষাব্যবস্থায় দশম শ্রেণি পর্যন্তই বিজ্ঞান বাধ্যতামূলক থাকে। তার পর কলেজে যাওয়ার আগে, উচ্চমাধ্যমিক স্তর রসায়ন নিলে তবেই পর্যায় সারণী পরার সুযোগ পবেন তাঁরা। সে ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে বলে মত তাঁদের।


এর আগে, দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঠ্য়বই থেকে বিবর্তনের তত্ত্ব বাদ দেওয়া নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ে NCERT. ১৮০০-র বেশি বিজ্ঞানী, শিক্ষাবিদ সেই নিয়ে খোলা চিঠি প্রকাশ করেছিলেন। শিক্ষায় রাজনৈতিকরণ ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। হোয়াটসঅ্যাপের ইতিহাসকে পাঠ্যবইয়ে চালান করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। 


Education Loan Information:

Calculate Education Loan EMI