ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ল ? আগেই মার্কিন প্রেসিডেন্ট তীব্র কটাক্ষ করেছিলেন নিউইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানিকে। কী না বলেছিলেন তিনি!  'ভয়ানক চেহারা, কণ্ঠস্বর যন্ত্রণাদায়ক, বুদ্ধি কম, অপদার্থ' বলে আক্রমণ শানিয়েছিলেন।  আর এবার ট্রাম্পের ভ্রুকুঞ্চন আরও বাড়িয়ে শেষমেষ নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানিই । মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।  গত ১০০ বছরে এমন উদাহরণ নেই। মামদানিই এখনও পর্যন্ত নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। তিনিই প্রথম ভারতীয়-আমেরিকান মুসলিম ধর্মাবলম্বী মেয়র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা একটা বড় ধাক্কা। 

Continues below advertisement

মামদানির সঙ্গে রয়েছে ভারতের গভীর যোগ। জন্মসূত্রে তিনি গুজরাতি মুসলিম।  তাঁর মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মামদানির জন্ম আফ্রিকায়। ছোটবেলাতেই চলে আসেন আমেরিকায়। কৈশোর থেকে কাটিয়েছেন নিউ ইয়র্কেই। জয়ের পর মামদানি একটি চটকদার পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি মেট্রোরেলের দরজা খুলে গেল। সামনে লেখা সিটি হল।  সেখানে দেওয়ালে লেখা "জোহরান ফর নিউ ইয়র্ক সিটি" । সিটি হলেই নিউইয়র্ক শহরের মেয়রের অফিস।  

             

মেয়র নির্বাচনে মামদানি কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন? 

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে দৌড়ে মামদানির বিপক্ষে ছিলেন আরও দুজন। নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো নির্দল প্রার্থী ছিলেন।   তিনি পূর্বে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ছিলেন। রিপাবলিকান পার্টির হয়ে লড়েছিলেন কার্টিস স্লিওয়া। কুওমো এবং কার্টিস  উভয়ই প্রাথমিক পর্যায়েই পিছিয়ে যান। 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মামদানিকে তাঁর জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি একটি পোস্টে লিখেছেন, "জয়ী সকল ডেমোক্র্যাটিক প্রার্থীদের অভিনন্দন। এটাই প্রমাণ করে যে যখন আমাদের শক্তিশালী এবং দূরদর্শী নেতারা থাকবেন যাঁরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি যত্নশীল হবেন , তখন আমরা জয়ী হতে পারব। আমাদের এখনও অনেক কাজ করার আছে, তবে ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে।"   

মামদানির লক্ষ্যগুলির মধ্যে অন্যতম হল,  ২ লক্ষ পাবলিক হাউজিং ইউনিট নির্মাণ, সব শিশুর সার্বিক যত্ন, টিউশন-মুক্ত শিক্ষা, বাসের ভাড়া তুলে দেওয়া । আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন তিনি। এখন দেখার এই ভারতীয় বংশোদ্ভূতর হাত ধরে কীভাবে বদলায় নিউইয়র্ক সিটি।