নয়াদিল্লি: নোট বাতিলের পর কর্পোরেট জগতে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা খুব একটা শোনা যায়নি। সেই ধারা ভেঙে এবার নোট বাতিলের সমালোচনায় মুখর হলেন বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। মুম্বইয়ে ন্যাসকমের অধিবেশনে তাঁর সাফ মন্তব্য, নোট বাতিলের ধারনাটাই তো ভুল। এই পরিকল্পনা রূপায়ণের পদ্ধতিকেই শুধুমাত্র দায়ী করাটা ঠিক নয়।

রাজীব বাজাজ আরও বলেছেন, যদি পরিকল্পনা বা ধারণা ঠিক হত, তাহলে তা মাখনে ছুরি চালানোর মতো মসৃণভাবে কাজ করত। যেখানে ধারণাতেই গলদ রয়েছে সেখানে এর প্রয়োগকে দোষারোপ করার কিছু নেই।

বাজাজ কেন্দ্রের মেড ইন ইন্ডিয়া উদ্যোগকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সরকারি অনুমোদনের ঠেলায় ‘মেড ইন ইন্ডিয়া’ ‘ম্যাড ইন ইন্ডিয়া’-তে পরিণত হতে পারে।  বাজাজ বলেছেন, কোনও কিছু উদ্ভাবন যদি সরকারি অনুমোদন বা বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করে তাহলে তাহলে ‘মেড ইন ইন্ডিয়া’ নয়, তা হবে ‘ম্যাড ইন ইন্ডিয়া’।

বাজাজ বলেছেন, ‘চার বছর পরও দেশে আমাদের ফোর হুইলার বিক্রয়ের অনুমতির জন্য অপেক্ষা করছি’।

উল্লেখ্য, এর আগে ২০০৩-এ রাজীবের বাবা রাহুল বাজাজ সিআইআই কনক্লেভে গুজরাতের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন, ২০০২ সালটি গুজরাতের পক্ষে হতাশাজনক। প্রসঙ্গত, ২০০২ সালেই গুজরাতে ঘটেছিল গোধরাকাণ্ড।