নয়াদিল্লি: তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বর্ষার দিকে অধীর আগ্রহে তাকিয়ে সকলেই। কিন্তু বর্ষা মানেই তার সঙ্গে রোগভোগের আগমন। বিশেষ করে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপে ভুগতে হয় প্রত্যেক বছরই। খুব শীঘ্রই সেই পরিস্থিতি থেকে মিলতে পারে মুক্তি। কার খুব শীঘ্রই ডেঙ্গির টিকা হাতে আসতে পারে বলে জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যল রিসার্চ (ICMR)-এর শীর্ষস্থানীয় এক আধিকারিক (Dengue Vaccine)।


দুই পর্যায়ে টিকার ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই


সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ICMR-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহেল। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থা Panacea Biotec এবং ICMR-এর যৌথ সহযোগিতায় তৈরি হচ্ছে ডেঙ্গির টিকা। দুই পর্যায়ে এই টিকার ট্রায়াল সম্পন্ন হয়েছে। শীঘ্রই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। 


তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য বিশেষ পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে। টিকার পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেবেন যাঁরা, তাঁরা টিকা অথবা বাজার চলতি ওষুধের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। শরীরে কী যাচ্ছে, তা অংশগ্রহণকারী নিজেও জানবেন না, যাঁরা তদারকি করছেন, জানবেন না তাঁরাও। কিসের প্রয়োগে ডেঙ্গির জ্বর তাড়াতাড়ি নেমে যায়, তা দেখা হবে পরে। 


আরও পড়ুন: WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র


রাজীব বহেল বলেন, "ট্রায়াল চলছে। তিন মাস আগে যে ওষুধ তৈরি করা যেত না, এখন তা সম্ভব। সংস্থা কতদিনে সবের জোগান দিতে পারে, তার অপেক্ষা করছি আমরা। অগাস্ট নাগাদ সব হাতে এসে যাবে আশাকরি। তাতে কয়েক মাসের মধ্যেই শুরু করা যাবে ট্রায়াল।" ডেঙ্গির জ্বর প্রতিরোধে এই টিকা কতটা কার্যকর, তা দেখাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। টিকাটি আদৌ নিরাপদ কিনা, খতিয়ে দেখা হবে তা-ও।


ICMR-এর সংক্রামক রোগ বিভাগের প্রধান নিবেদিতা গুপ্ত জানিয়েছেন, Panacea Biotec ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে। স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে টিকার। ডেঙ্গি প্রতিরোধে টিকার কার্যকারিতার প্রাথমিক রিপোর্টও হাতে এসেছে। তার পরই, জানুয়ারি মাসে খাতায় কলমে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনুমতি আসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) তরফে।


জানুয়ারি মাসে মেলে ট্রায়ালের অনুমোদন


এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে ১০ হাজার ৩৩৫ জন স্বাস্থ্য়বান প্রাপ্তবয়স্ককে নিয়ে। তাঁদের সকলের বয়স ১৮ থেকে ৮০-র মধ্যে। দেশের ২০টি জায়গায় এই ট্রায়াল চলবে। 


ডেঙ্গি একটি মশাবাহিত রোগ। বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে আজও প্রতিবছর সেই নিয়ে ভোগান্তি দেখা যায়। হালকা জ্বর, অসুস্থ ভাব থেকে শুরু। ক্রমে ,তা ভয়াবহ আকার ধারণ করে। রোগীর মৃত্যু পর্যন্ত হয়।