কলকাতা: ফের গোয়েন্দা চরিত্রে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterkee)। তবে এবার ব্যোমকেশ বা ফেলুদা নয়, একেবারে নতুন এক চরিত্র। এবার বড়পর্দায় গল্প বলতে প্রস্তুত দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)। নতুন ছবির নাম 'বাদামী হায়নার কবলে' । আর এই ছবিতেই গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আবিরকে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির পোস্টার। এখনও অবশ্য প্রকাশ্যে আসেনি কারও লুক। অ্যানিমেটেড পোস্টারে যে মূর্তিকে দেখা গিয়েছে তা কিছুটা শার্লক হোমসের মতোই। তার ২ হাতে ২টো বন্ধুক আর গলায় ঝুলছে টর্চ। ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে হইচই স্টুডিও (Hoichoi Studio)। এই ছবিতে দেখা যাবে শাঁলি চট্টোপাধ্যায়কেও। এই গল্পে আবিরের চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়। আজ, ছবির মোশন পোস্টারও শেয়ার করে নিয়েছেন ছবি কলাকুশলীরা। ছবিতে আবির ছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
সদ্য আবিরকে দেখা গিয়েছে 'ফাটাফাটি' ছবিতে নায়কের ভূমিকায়। নারীকেন্দ্রীক এই ছবিতে আলাদাভাবে নজর কেড়েছে তাঁর নীচু তারে বাঁধা অভিনয়। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? সেই উত্তরের খোঁজেই এগিয়েছে এই ছবির গল্প।
অন্যদিকে 'ইন্দুবালা ভাতের হোটেল' মন কেড়েছিল দর্শকদের। এই সিরিজের পরিচালকা করেছিলেন দেবালয়। মুখ্যভূমিকায় ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এর আগেও একাধিক সিরিজ পরিচালনা করেছেন দেবালয় আর এবার বড়পর্দায় নিজের গল্প বলতে প্রস্তুত দেবালয়।
আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র