নয়াদিল্লি: করোনা ভাইরাস আতঙ্কের আবহে কতটা সাহায্য করতে পারে যোগা বা মেডিটেশন সেই নিয়ে গবেষণার আহ্বান জানাল কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। বিজ্ঞানী, গবেষক, যোগাভ্যাস ও মেডিটেশন সম্পর্কে সম্যক জ্ঞান বা অভিজ্ঞতা থাকা কেউ এই বিষয়ে কনসেপ্ট নোট জমা করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সত্যম প্রকল্পের আওতায় পড়ছে এই বিষয়টি। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত ‘কল পর প্রপোজাল’-এ বলা হয়েছে যে, কনসেপ্ট নোটে অবশ্যই গবেষণার লক্ষ্য, উদ্দ্যেশ্য, এই বিষয় সম্পর্কিত ইতিমধ্যেই হওয়া গবেষণা, কর্মপদ্ধতি, যে ফলাফল আশা করা হচ্ছে, বাজেট এবং নিজেদের সংস্থা সম্পর্কে বিষদ বিবরণ দিতে হবে।
বলা হয়েছে, এই গবেষণার মধ্যে থাকতে পারে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রেসপিরেটরি সিস্টেমের স্বাস্থ্যের উন্নতিতে যোগাভ্যাস কীভাবে সাহায্য করতে পারে, সেই বিষয়টি। তাছাড়াও স্ট্রেস, উত্তেজনা, অবসাদ ইত্যাদি প্রশমনে কীভাবে কাজে আসতে পারে যোগা, সেই বিষয়টিও থাকতে পারে।
ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে মানুষকে দীর্ঘ সময় বাড়িতে কাটাতে হচ্ছে। রোগ নিয়ে আতঙ্কও আছে, টেনশন আছে। সেইসব ক্ষেত্রে কীভাবে যোগাভ্যাস মানুষকে সাহায্য করতে পারে, তা জানতেই এই গবেষণার প্রস্তাব। তাই ৬-১২ মাসের মধ্যেই শেষ করতে হবে কাজ।