সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাতদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর হাত ধরেই বঙ্গে বর্ষামঙ্গলের সূচনা। উত্তরবঙ্গে অবশ্য আগেই ঢুকতে পারে বর্ষা। আগামী শনি-রবিবার গোটা রাজ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়বে বৃষ্টি। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
ইতিমধ্যে কেরলে বর্ষা ঢুকে পড়েছে। আগামী সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বাংলায়। আশার কথা শোনাল আবহাওয়া দফতর। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু ঢুকবে বাংলা ও পার্শ্ববর্তী রাজ্যে। সারাদিন মেঘ-রোদের খেলা চলছে। তার মধ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি রয়েছে। আর তার জেরে, ঘেমে নেয়ে একশেষ হতে হচ্ছে কলকাতাবাসীকে। একই ছবি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রেও। অস্বস্তিকর এই পরিবেশের মধ্যে অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বাংলায়।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ জুন অর্থাৎ আগামী সপ্তাহে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। তারপর থেকে কয়েকটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি।
বৃহস্পতিবারই কেরলে ঢুকে গেছে বর্ষা। এরপর থেকেই অধীর অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। গরমের হাত থেকে কবে মিলবে স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ জুন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ তৈরি হবে। তার হাত ধরেই পশ্চিবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমে ঢুকবে মৌসুমী বায়ু। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে এই রাজ্যগুলিতে।