দিল্লি : ভারতীয় রেলে কত শূন্যপদ (Indian Railway Vacancy) রয়েছে এই মুহূর্তে ? নিয়োগের অবস্থাই বা কী ? সাংসদ সুশীল কুমার মোদির (Sushil Kumar Modi) প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে আড়াই লাখেরও বেশি শূন্যপদ রয়েছে ভারতীয় রেলে। যার মধ্যে গ্রুপ C-তে সর্বাধিক। 

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, ভারতীয় রেলে সমস্ত জ়োন মিলিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৮৯৫টি শূন্যপদ রয়েছে গ্রুপ সিতে। তারমধ্যে সর্বাধিক ৩২, ৪৬৮টি শূন্যপদ রয়েছে উত্তরাঞ্চলে (Northern)। পূর্বাঞ্চলে (Eastern) শূন্যপদের সংখ্যা ২৯,৮৬৯টি। ২৫,৫৯৭টি শূন্যপদ রয়েছে রেলের পশ্চিমাঞ্চল (Western) এবং সেন্ট্রাল (Central) জ়োনে রয়েছে ২৫,২৮১টি শূন্যপদ। গ্রুপ এ ও বি-তে শূন্যপদের সংখ্যা ২,০৭০টি। মন্ত্রী আরও জানান, ৩০ জুন ২০২৩ পর্যন্ত গ্রুপ সি-র (Group 'C') মোট ১ লাখ ২৮ হাজার ৩৪৯টি শূন্যপদে (লেভেল ১ ব্যতীত) প্যানেলভুক্তি হয়েছে। এছাড়াও  ৩০ জুন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ২৮০টি লেভেল ১ শূন্যপদেও প্যানেলভুক্তি হয়েছে।  

রেলমন্ত্রী আরও জানান, রেলের গ্রুপ এ-র চাকরিতে নিয়োগ কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) মাধ্যমে হয়ে থাকে। নিয়োগের ব্যাপারে UPSC এবং DoPT-কে জানানো হয়েছে। চলতি বছরের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রেলে কর্মরত মোট কর্মীর সংখ্যা ১১.৭৫ লাখ। এদিকে, রেলে যখন শূন্যপদের সংখ্যা২ লাখ ৪৮ হাজার ৮৯৫টি, নন-গেজেটেড ক্ষেত্রে ২০২২-এর ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের সংখ্যা ৩.১২ লাখ।

শূন্যপদ

জোন গ্রুপ এ ও বি  গ্রুপ সি
সেন্ট্রাল ১০৩ ২৫২৮১
ইস্ট কোস্ট ৯৪ ৮১১৪
ইস্ট সেন্ট্রাল ১৮৭ ১২৮১২
ইস্টার্ন ২১৬ ২৯৮৬৯
মেট্রো ৩৭ ৯৯৩
নর্থ সেন্ট্রাল ১৩৫ ১৫৯৬২
নর্থ ইস্টার্ন ৭৯ ১২৮৩০
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ১৭১ ১২৩৬৫
নর্দার্ন ১৬৮ ৩২৪৬৮
নর্থ ওয়েস্টার্ন ১০৮ ৯৮১৩
সাউথ সেন্ট্রাল ৭৭ ১০৩৩৮
সাউথ ইস্ট সেন্ট্রাল ৮৩ ৭৭৯৬
সাউথ ইস্টার্ন ১৭২ ১৩৪৩২
সাদার্ন ১২১ ১৫২৪০
সাউথ ওয়েস্টার্ন ৫৪ ৪৮৪৩
ওয়েস্ট সেন্ট্রাল ৭৩ ১১১৪২
ওয়েস্টার্ন ১৯২ ২৫৫৯৭
মোট ২০৭০ ২৪৮৮৯৫

এদিকে, গোটা দেশে ৫০৮টি স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ (Amrit Bharat Station Scheme) নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তার শুভ সূচনা করেন। তবে, সাধারণকে আশ্বস্ত করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলস্টেশনের পুনর্গঠনের নামে কোনও ভাড়া বৃদ্ধি হবে না। 

আরও পড়ুন : প্রফেসর হতে চান ? বিজ্ঞপ্তি প্রকাশিত, চোখ রাখুন


Education Loan Information:

Calculate Education Loan EMI