নয়াদিল্লি: রেললাইন থেকে বিস্ফোরক পদার্থ উদ্ধার মধ্যপ্রদেশে। ওই লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল। সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেই মনে করছে পুলিশ। কারণ একটি বা দু'টি নয়, রেললাইন থেকে কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ থেকেও একই ঘটনা সামনে এসেছে। সেখানে রেললাইনের উপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। (Train Derailment Attempt)
প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের সগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। সেখান দিয়ে সেনার একটি বিশেষ ট্রেন যাচ্ছিল। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মীরা ওই ট্রেনে চেপে উপত্যকা থেকে কর্নাটক যাচ্ছিলেন। সেই সময় ট্রেনের চালকের নজর পড়ে রেললাইনের উপর। পর পর বিস্ফোরক পদার্থ দেখতে পান তিনি। তীব্র একটি শব্দও শুনতে পান তিনি। এতে তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন ট্রেনের ওই চালক। (Madhya Pradesh News)
এর পর স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারকে গোটা ঘটনা জানান ওই ট্রেনের চালক। জানা যায়, ট্রেনটি এগনোর সময় একটি বিস্ফোরক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হননি ওই ঘটনায়। এর পর ঘটনাস্থলে পৌঁছন সন্ত্রাসদমন শাখা, জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পৌঁছয় স্থানীয় থানার পুলিশও। রেললাইনের উপর কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে জানা গিয়েছে।
রবিবার একই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের কানপুর থেকে। প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে। দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক। এদিন সকাল ৮টা বেজে ১০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রয়াগরাজ থেকে কানপুর যাচ্ছিল ট্রেনটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, পাঁচ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার রাখা ছিল রেললাইনের উপর। সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা সামনে এল। এর আগে, গত ৮ সেপ্টেম্বর কালিন্দি এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা সামনে আসে। সেবারও রেললাইনে রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল বলে জানা যায়। সিলিন্ডারে ধাক্কা মেরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।