বেঙ্গালুরু : বিমান ধরবেন বলে বাসে উঠেছিলেন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে বাস ধরে গিয়ে বিমানে ওঠার অপেক্ষা করলেও টারম্যাকেই ঠায় দাঁড়িয়ে রইলেন যাত্রীরা। ৫৫ জন যাত্রীর ধৈর্য্যের বাঁধ যখন ভাঙছে তখনই তারা জানলেন তাজ্জব করে দেওয়ার মতো খবর। টিকিট থাকা যাত্রীদের না নিয়েই উড়ে গিয়েছে বিমান ! বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru Aiport) বেঙ্গালুরু থেকে দিল্লিগামী গো ফার্স্টের বিমানের যাত্রীদের সঙ্গী হয়েছে এমনই চমকে দেওয়ার মতো অভিজ্ঞতা।
বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়েই অনেক যাত্রী তাঁদের গোটা বিড়ম্বনা পর্বের কথা জানিয়ে উগড়ে দেন ক্ষোভ। সোমবার যে ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। আর যে ঘটনার পরের দিন গো ফার্স্ট বিমান (GoFirst Flight) সংস্থার তরফে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হলেও মোটেই থামছে না তাদের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ। পাশাপাশি কীভাবে ঘটল এমন ঘটনা, সেটা জানতে চেয়ে বিমান সংস্থাকে শো-কজ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ (DGCA)।
সোমবার ভোরবেলা বেঙ্গালুরু থেকে নয়াদিল্লি উড়ে যাওয়ার কথা ছিল গো ফার্স্টের জি ৮ ১১৬ বিমানের। তুলনামূলক সস্থায় বিমানের টিকিট পাওয়া যায় বলেই সাতসকালের বিমান হলেও টিকিট কেটেছিলেন অনেক যাত্রীই। তাঁরা নির্দিষ্ট সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছে বিমান ধরার আগের যাবতীয় কাজকর্মও সারেন। চেক ইনের পর কিছুটা অপেক্ষা ও তারপর বাস ধরে টারম্যাকে বিমান ধরার জন্য পৌঁছেও যান ৫৫ জন যাত্রী। কিন্তু তারা সেখানে গিয়ে জানতে পারেন, বিমান তাঁদের না নিয়েই উড়ে গিয়েছে। যে প্রসঙ্গে গো ফার্স্ট জানায় যোগাযোগের অভাবের জেরে অনভিপ্রেত এই ভুল হয়েছে।
যদিও বিমান সংস্থার এহেন 'বিপত্তি' ও তাঁদের হেনস্থার কথা বিভিন্ন সোশ্যাল সাইটে জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসকে ট্যাগও করেন অনেকে। বিমানযাত্রীদের বিপত্তির যে খবর কার্যত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। যে খবর পৌঁছে যায়, কেন্দ্রের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র কাছে।
বিমানবন্দরের লাউঞ্জে ফেরার পর ঘণ্টাচারেকের মতো আরও অপেক্ষার শেষে শেষমেশ সকাল ১০ টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে জায়গা করে দিয়ে বেঙ্গালুরু থেকে দিল্লি পাঠানো হয় বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের।
আরও পড়ুন- ১৫০ বছরে এই প্রথম, কেন বার বার পিছনো হচ্ছে জনগণনা