কলকাতা : নির্বাচনী ফলাফল ঘোষণার পরই ফের প্রকাশ্যে রাজ্য-রাজপাল সংঘাত। আবারও রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। আজ, সোমবার রাজ্য পুলিশের DG এবং পুলিশ কমিশনারকে জরুরি তলব করেন ধনকড়। এর আগেও একাধিকবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি। 


এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে তলবের কথা জানিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের DG-কে ডেকে পাঠিয়েছি।"



এদিন আরও একটি টুইটে তিনি লিখেছেন, "রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসা, আগুন লাগিয়ে দেওয়া ও মৃত্যুর খবর আসছে। পার্টি অফিস, ঘরবাড়ি, দোকান জ্বালানো হচ্ছে। পরিস্থিতি ভরাবহ।" কলকাতা পুলিশ, পুলিশ কমিশনারকে ট্যাগ করে তিনি পরিস্থিতি নিয়ে পদক্ষেপের আর্জি জানিয়েছেন। 



উল্লেখ্য, গতকাল বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য জয়ী হয়েছে তৃণমূল। আজ সন্ধে ৭টায় রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা। কিন্তু তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের আগেই রাজ্যপালের এই পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার এ প্রসঙ্গে মমতাকে প্রশ্ন করা তিনি বলেন, "DG-কে ওঁরা নিয়োগ করেছে, ডেকেছে ভাল করেছে।" প্রসঙ্গত, ভোটের মুখেই রাজ্য পুলিশের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় পি নীরজনয়নকে। আজ তাঁকেই ডেকেছেন রাজ্যপাল।


এদিন গণনা পরবর্তী হিংসা নিয়েও একটি টুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, "রাজনৈতিক হিংসায় ৯ জন প্রাণ হারিয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক।'