পূর্ব মেদিনীপুর: প্রবল গর্জনে ধেয়ে আসছে বিশালাকার ঢেউ। গার্ডওয়াল পেরিয়ে আছড়ে পড়ছে রাস্তায়। নিম্নচাপের বৃষ্টিতে উত্তাল দিঘার সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাস।


একে অমাবস্যার কোটাল। তার সঙ্গে জুড়েছে নিম্নচাপের বৃষ্টি আর পূবালী হাওয়া। তার জেরেই পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস।

রামনগর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস মহাপাত্র বলেন, সমুদ্র তীরবর্তী এলাকায় ব্যাপক হারে জল ঢুকছে। দিঘার স্টলগুলি জলের তোড়ে নষ্ট হয়ে গেছে। সেচ দফতরকে বলেছি।

শুধু দিঘাই নয়, জোয়ার আসতেই জল ঢুকেছে, শঙ্করপুর, চাঁদপুর, তাজপুর, জলধার এলাকার বিভিন্ন গ্রামে। জলচ্ছ্বাসে ব্যাপক ভাঙন শুরু হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। বোল্ডার ফেললেও, জোয়ারর জলে তা সরে গিয়ে, ফের সমুদ্রের জল ঢুকছে গ্রামে।

জলমগ্ন রাস্তাঘাট। জল ঢুকেছে বহু বাড়িতে। নোনা জল ঢুকে নষ্ট বিঘার পর বিঘা চাষের ক্ষেত। জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে বহু মাছের ভেড়ি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা মত্‍স্যজীবীদের।

শঙ্করপুর ফিশারমেন ও ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ নায়েক বললেন, এই ব্যাপক জলোচ্ছ্বাসে ব্যাপক ভাঙন, বহু ফিশারি নষ্ট হয়েছে। মত্‍স্য বন্দরের অস্তিত্ব সংকটে। সেচমন্ত্রীর কাছে আবেদন। সমুদ্র পাড় দ্রুত মেরামতি।

প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই পাথর ফেলার কাজ শুরু হয়েছে।